আগুন আবিষ্কার-
একটা কোটেশান পড়লাম কয়দিন আগে, সেক্স এন্ড দ্য সিটি থেকে- বাংলায় অর্থটা মোটামুটি এরকম দাঁড়ায়- “আগুন হয়তো ছেলেরাই আবিষ্কার করেছে, কিন্তু আগুন নিয়ে কি করে খেলতে হয় সেটা আবিষ্কার করেছে মেয়েরা''!
বেশ পছন্দ হয়েছে কথাটা। ঠিক বলেই মনে হয়।
কিন্তু ইদানীং একটু অন্যরকমও ভাবি। এদিকে সেদিকে যখন হুট হাট করে বস্তি পুড়ে ছাই হয়ে যায়, অথবা বড় কোন দালানে আগুন লাগে, তখন ভাবি, মেয়েদের সাথে সাথে আগুন নিয়ে খেলা করার অধিকার ঈশ্বর কিছুটা নিজের জন্যে, আর কিছুটা রাজনীতিবিদদের জন্যেও রেখে দিয়েছেন।
ভাবি, আর দীর্ঘশ্বাস ফেলি। নারী, রাজনীতিবিদ আর ঈশ্বরের ঈর্ষনীয় সৌভাগ্যে!
বেশ পছন্দ হয়েছে কথাটা। ঠিক বলেই মনে হয়।
কিন্তু ইদানীং একটু অন্যরকমও ভাবি। এদিকে সেদিকে যখন হুট হাট করে বস্তি পুড়ে ছাই হয়ে যায়, অথবা বড় কোন দালানে আগুন লাগে, তখন ভাবি, মেয়েদের সাথে সাথে আগুন নিয়ে খেলা করার অধিকার ঈশ্বর কিছুটা নিজের জন্যে, আর কিছুটা রাজনীতিবিদদের জন্যেও রেখে দিয়েছেন।
ভাবি, আর দীর্ঘশ্বাস ফেলি। নারী, রাজনীতিবিদ আর ঈশ্বরের ঈর্ষনীয় সৌভাগ্যে!