Posts

Showing posts from 2014

একটি হাউ-টু ব্লগঃ যেভাবে আপনার স্বপ্নের দিকে এগিয়ে যাবেন-

Image
শুরু- ----------------- গত বছর ডিসেম্বরে  দেশে যাবার পরে একটা অচিন্ত্যনীয় ব্যাপার হলো। সারা দেশে তখন নির্বাচন পূর্ববর্তী আন্দোলন আর অবরোধ, সেই সাথে লেগে আছে হরতাল, জ্বালাও-পোড়াও...। দেশে যাবার আগে আগে শুভাকাঙ্ক্ষীদের অনেকেই বললেন এরকম পরিস্থিতিতে না যেতে, নির্বাচন শেষ হোক, পরিস্থিতি শান্ত হোক, তারপর যাওয়া যাবে। আমি তেমন একটা গা করলাম না। নিজের দেশে যাচ্ছি, সেটার জন্যে আবার পরিস্থিতি বিবেচনা কী? অনেককেই দেখেছি দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে যাবার আগে ‘ওয়েদার’এর খোঁজ নেন, তা না হলে দেশে গিয়ে অসুখে পড়েন, আমার এখনও এরকম হয়নি। একবার শুধু অতিরিক্ত নিমন্ত্রণের চাপে পেটের বারোটা বেজে একেবারে শয্যাশায়ী হয়ে ছিলাম কদিন, এ ছাড়া আমার এতদিনকার চিরচেনা ‘ওয়েদার’ কখনোই আমাকে বিপদে ফেলেনি। আর এইসব হরতাল, অবরোধ এসব তো আমাদের নির্বাচনী কালচার, ডরাইলেই ডর, নইলে তেমন কিছু না। এরপরও অনেকের প্রশ্নের জবাবে মজা করে বলেছি, বেশি খারাপ পরিস্থিতি হলে ঘরের মধ্যেই শুয়ে বসে কাটিয়ে দিবো না হয়, তাতেই বা কী আসে গেল? আমার সেই মজা করে বলা কথা-ই যে সত্যি হয়ে যাবে সেটা তখন বুঝিনি। দেশে যাবার পরে আমার আগমন উপলক্ষেই

নতুন বইঃ ইবই রন্ধন প্রণালী

Image
ইবইয়ের ধারণা এখনো আমাদের অনেকের কাছেই নতুন। বইদ্বীপ নামের সাইটটি শুরু করার পরে যখন লেখকদেরকে ইবই ফরম্যাট করার ব্যাপারে সাহায্য করা শুরু করলাম, তখন দেখি আমাকে অনেক সহজ যেমন একবার চুটকি বাজিয়েই উত্তর দেয়া যায়, এরকম থেকে শুরু করে অনেক কঠিন, যেগুলোতে মাথা দিয়ে প্রায়-দৃশ্যমান জলীয় বাষ্প বের হয়, এরকম প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। সেসব প্রশ্ন মাথায় রেখে এই বইটি তৈরি করা। আমার মূল উদ্দেশ্য হলো সহজবোধ্যভাবে এবং সাধারণ উপায়ে ইবই এর জন্যে পান্ডুলিপি প্রস্তুতের উপায় বলে দেয়া  সবাইকে। তবে এ ক্ষেত্রে বলে নেয়া ভালো, এ বইটি কোন স্বতসিদ্ধ নির্দেশিকা নয়। নানা রকম ট্রায়াল এন্ড এরর পদ্ধতির মধ্যে দিয়ে চেষ্টা করতে করতে অবশেষে এখন ইবুক তৈরির জন্যে একটি নির্দিষ্ট কার্যপ্রণালি অনুসরণ করি, এটি একান্তই আমার নিজস্ব এবং অপ্রাতিষ্ঠানিক পদ্ধতি। নতুন প্রশ্নের মুখোমুখি হলে বা নতুন প্রযুক্তির খোঁজ পেলে এই বইটি নিয়মিত নতুন সংস্করণের মাধ্যমে হালনাগাদ করার আশা রাখি। সবাইকে শুভেচ্ছা, শত ইবুকের মালিক হোন সবাই, এই আশা রাখি। :) বইটি পেতে এখানে ক্লিক করুন।

কবিতাঃ তোমাকে নয়-

তোমাকে নয়- ----------------- আমার কেবলই কেড়ে নেবার স্বভাব- যা কিছু ভাল লাগে কিংবা লাগার, তার সব, সব কিছুই চাই আমার। ঐ দোকানীর রাংতা মোড়ানো স্বপ্ন ভরা বয়াম, ও পাড়ার ঐ দুরন্ত ব্যাটসম্যানটির সুনাম, অদ্ভুত সব চকমকি মার্বেল, আর- অগোছালো চুলে মায়ের অনিচ্ছুক বিলি কাটার আরাম। আরও, আরও কত কী-ই, পত্রিকার রঙীন নর্তকী- দূর সমুদ্রের সেই রাগে ফুঁসে ওঠা ঢেউ, ভরা বর্ষায় পাশের ছাতার বিহবল কেউ। কেড়ে নিয়েছি আমি সবই, যখন যা চেয়েছি নিজের করে। আজ তবু এতদিনের পরে- যখন জীবন নিচ্ছে একটা অহেতুক বিরতি, দ্বিধার কাঁটায় চোখে পড়ছে শুধুই তোমার অনুপস্থিতি। স্বভাবের বাইরে দাঁড়িয়ে নির্নিমেষ দেখে গেছি, আমাদের হৃদয়েরা হয়ত মন ভুলে খেলেছিলো কানামাছি।। তবু, আজ জেনো, সত্যি এটাই- আমার কেড়ে নেয়া সুখের তালিকায়- তুমি নাই। ----- তারেক নূরুল হাসান ১৪/০৭/২০১৪ মেলবোর্ন

কবিতাঃ অপ্রকাশ

অপ্রকাশ প্রণয় সে গোপন গভীর থাকা ভালো। শহরের উষ্ণতম সরোবরের অভিমানী জলে- শীত-দুপুরে কোন ঘুম ভাঙানিয়া স্নান, তারও চেয়ে ভালো, ডুবে ডুবে ডুবে পানকৌড়ির অলৌকিক আহবান। ডাহুক পাখীর প্রেমের মতন জেনো, আমাদের সংক্ষিপ্ত অবকাশ। ভালো বাসা না বাসার দোলাচলে, সংশয়ে আকুল আশ্বাস। তারচে’ বরং এসো, দূরে সরে যাই। দেখো ঢের ভাল এই নীরবতা, এ মাঝির মন ভাঙা গানে, সহসা ব্যাকুল হয়, বৈঠায় মাপা গভীরতা। গভীরতা শোনো, গোপনীয় থাক। এ প্রণয় না হয়, না হোক সবাক।। যে নদীর না ওঠা সে ঢেউ, অথবা সে নদীটির সুগভীর জল; ভালোবেসে চুপ থাকা ভালো, ছুঁয়ে থেকেও না-ছোঁয়া অতল।। ----- তারেক নূরুল হাসান ২২/০৫/২০১৪ মেলবোর্ন