নতুন বইঃ ইবই রন্ধন প্রণালী



ইবইয়ের ধারণা এখনো আমাদের অনেকের কাছেই নতুন। বইদ্বীপ নামের সাইটটি শুরু করার পরে যখন লেখকদেরকে ইবই ফরম্যাট করার ব্যাপারে সাহায্য করা শুরু করলাম, তখন দেখি আমাকে অনেক সহজ যেমন একবার চুটকি বাজিয়েই উত্তর দেয়া যায়, এরকম থেকে শুরু করে অনেক কঠিন, যেগুলোতে মাথা দিয়ে প্রায়-দৃশ্যমান জলীয় বাষ্প বের হয়, এরকম প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।
সেসব প্রশ্ন মাথায় রেখে এই বইটি তৈরি করা।
আমার মূল উদ্দেশ্য হলো সহজবোধ্যভাবে এবং সাধারণ উপায়ে ইবই এর জন্যে পান্ডুলিপি প্রস্তুতের উপায় বলে দেয়া  সবাইকে। তবে এ ক্ষেত্রে বলে নেয়া ভালো, এ বইটি কোন স্বতসিদ্ধ নির্দেশিকা নয়। নানা রকম ট্রায়াল এন্ড এরর পদ্ধতির মধ্যে দিয়ে চেষ্টা করতে করতে অবশেষে এখন ইবুক তৈরির জন্যে একটি নির্দিষ্ট কার্যপ্রণালি অনুসরণ করি, এটি একান্তই আমার নিজস্ব এবং অপ্রাতিষ্ঠানিক পদ্ধতি।
নতুন প্রশ্নের মুখোমুখি হলে বা নতুন প্রযুক্তির খোঁজ পেলে এই বইটি নিয়মিত নতুন সংস্করণের মাধ্যমে হালনাগাদ করার আশা রাখি।
সবাইকে শুভেচ্ছা, শত ইবুকের মালিক হোন সবাই, এই আশা রাখি। :)
বইটি পেতে এখানে ক্লিক করুন।

Popular posts from this blog

The Boy, the Mole, the Fox and the Horse | Charlie Mackesy

মধ্যাহ্নভোজ | উইলিয়াম সমারসেট মম্‌ | রূপান্তরঃ তারেক নূরুল হাসান

আরেকটিবার-