Posts

Showing posts from March, 2019

শিবব্রত বর্মনের গল্প সংকলন- বানিয়ালুলু

Image
এখন   পর্যন্ত   এ   বছরে   আমার   পড়া   সবচেয়ে   চমৎকার   বাংলা   বই   এর   নাম - ‘ বানিয়ালুলু ’ ।   ইচ্ছে   হচ্ছে   লোকেদের   ডেকে   এনে   ধরে   ধরে   পড়াই   বইটা।   আমাদের   যাদের   বাংলা   কল্পবিজ্ঞানের   হাতেখড়ি   হয়েছে  ‘ কপোট্রনিক   সুখ   দুঃখ ’  বা  ‘ তোমাদের   জন্যে   ভালবাসা ’  বইগুলোর   মাধ্যমে ,  তাঁদের   কাছে   বাংলা   কল্পবিজ্ঞানের   জগতে   বিজ্ঞানের   চেয়েও   মানবিকতার   পাল্লার   ভার   বেশি।   আমি   নিশ্চিত   যে   আমার   সমবয়সী   বাংলা   পাঠকদের   সবচেয়ে   প্রিয়   গল্পের   নামের   তালিকায়   থাকবে  ‘ টুকুনজিল ’,  কিংবা  ‘ টুকি   ও   ঝাঁ   এর   প্রায়   দুঃসাহসিক   অভিযান ’  অথবা  ’ নিউটনের   ভুল   সুত্র ’  গল্পগুলো।   বিষয়   এবং   গল্প   বলার   ভঙ্গিতে   সুস্পষ্ট   পার্থক্য   রয়েছে ,  তবুও   বলতে   দ্বিধা   নেই , ’ বানিয়ালুলু ’  বইটি   পড়তে   গিয়ে   বহুদিন   বাদে   সেই   বইগুলো   পড়ার   আমেজ   এবং   আনন্দ   ফিরে   পেলাম।   বইয়ের   প্রথম   গল্পের   নামই  ‘ বানিয়ালুলু ’ ।   এই   গল্পটা   পড়ে   খানিকটা আশাভঙ্গ   হয়।   এটা   যতটা   না   কল্পবিজ্ঞান ,  তারচেয়ে   বেশ

মুহম্মদ জাফর ইকবাল-এর অবিশ্বাস্য সুন্দর পৃথিবী

Image
এই বুড়ো বয়সে এসে বই পড়তে গিয়ে চশমার কাচ ঝাপসা হয়ে আসা খুবই বিব্রতকর। এদিক ওদিক তাকিয়ে মুখে একটা গোবেচারা হাসি ঝুলিয়ে চশমা পরিষ্কার করে আবার মুখ ডুবিয়ে দিয়েছি পড়ায়।  পড়তে পড়তে অনেকবার গা দুলিয়ে হেসেছিও। গা দোলাবার কারণ, লাইব্রেরিতে বসে পড়ছি তাই শব্দ করা যাবে না, শব্দ আটকানোর অসম্ভব পরিশ্রমের বহিঃপ্রকাশ এই গা দোলানো।  মৃত্যুর কাছ থেকে ফিরে এসে সেই অভিজ্ঞতা নিয়ে এরকম কৌতুক করে লিখতে পারা মানুষ খুব বেশি নেই পৃথিবীতে। নিজেকে হত্যা করতে উদ্যত মানুষটাকে যেন গণপিটুনিতে মেরে ফেলা না হয়, স্ট্রেচারে শুয়ে হাসপাতালে যেতে যেতে সেটা নিয়ে দুশ্চিন্তা করার মানুষের সংখ্যা আরও কম। সুস্থ হয়ে জেলে গিয়ে সেই লোককে দেখে আসবার সাহস দেখে শিউরে উঠেছি।  সবচেয়ে হাসি পেয়েছে লেখককে দেখতে গিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কথাতে, ”আপনি কনুই দিয়ে একটা গুঁতো দিতে পারলেন না?” হাহাহা !  দুর্জনের মুখে ছাই আর পেটে কনুইয়ের গুঁতো দিয়ে এভাবেই আপনি আরও যুগ যুগ বেঁচে থাকুন, খুব প্রিয় মুহম্মদ জাফর ইকবাল!

সুহানের বই, ইবইয়ের প্রচ্ছদ এবং বইদ্বীপ

Image
খুব চমৎকার একটি প্রচ্ছদসহ সুহানের এই বইটি প্রকাশিত হয়েছে বইমেলা ’ ২০১৯ এ। বইদ্বীপ থেকে ইবুক হিসেবে প্রকাশের জন্যে আমরা যখন প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমিই হঠাত প্রস্তাব করি, ইবুকের জন্যে একদম নতুন একটা প্রচ্ছদ করলে কেমন হয়? সুহান রাজি হতেই এঁকে ফেলি এই প্রচ্ছদ। এবং ওর দোনোমনাকে পাত্তা না দিয়ে প্রচ্ছদে লেখকের নামের ফন্ট সাইজ বড় করে দিই বইয়ের নামের চেয়ে, ঠিক যেমনটা দেখি বহির্বিশ্বের বইগুলোয়।  আমাদের দেশে এখনো অবশ্য ইবুক বলতেই আমরা বুঝি প্রকাশিত বইগুলোর স্ক্যান করা পাতাগুলো জুড়ে দিয়ে তৈরি একটা পিডিএফ ফাইল। কিন্তু ইবুক মানে তা নয়। হার্ডকাভার এবং পেপারব্যাক যেমন বইয়ের দু ’ টা সংস্করণ, ইবুক হলো তৃতীয় সংস্করণ। ইপাব বা মোবি তে বাংলা অক্ষর পড়বার আনন্দই অন্যরকম। বইদ্বীপের পক্ষ থেকে দীর্ঘদিন বিরামহীন ভাবে ইবুকের কার্যকারিতা নিয়ে প্রচার চালিয়েছি। সেটা করতে গিয়ে টের পেয়েছি, আমরা বাংলাদেশিরা কাগজের মেইলের বদলে ইমেইলকে মেনে নিয়েছি নিঃসংকোচে, কিন্তু বইয়ের বদলে ইবইয়ের কথা এলেই খুঁজি শুধু স্ক্যান করা পিডিএফ! এ কথা খুব কম মানুষকে বোঝাতে পেরেছি যে ইবই এর আলাদা অস্তিত্ব যত দ্রুত মেনে নেয়া যাবে