Posts

Showing posts from March, 2021

আজ জানলার কাছে ডেকে গেল এক পাখির মতন সকাল-

Image
 

ভার্জিনিয়া উলফ ও জীবনানন্দ-

  ভার্জিনিয়া উলফের গল্পের বর্ণনায় কবিতার ছোঁয়া প্রচুর। গদ্যে কবিতার আমেজ পেলে আমার পড়তে ব্যাপক ভালো লাগে এমনিতেই।   Monday or Tuesday বইয়ের একটা গল্প Kew Gardens. মজার ব্যাপার হলো, মেলবোর্নেও একটা সাবার্বের নাম আছে কিউ। অবশ্য এখানকার বেশিরভাগ এলাকার নামেই ব্রিটিশ প্রভাব অনেক।   এই গল্পের শুরুতে চমৎকার একটা বর্ণনা রয়েছে, যেখানে রোদের আলো এসে ফুলের পাপড়ির ওপরে পড়ে, সেখান থেকে ফোঁটা হয়ে ঝরে পড়ে নিচ দিয়ে এগিয়ে যাওয়া একটা শামুকের খোলের ওপরে। বর্ণনা আরও এগিয়ে গেলে একটা অংশে উলফ লিখেছেন, “… and the light now settled upon the flesh of a leaf…” অনেক বছর আগে জীবনের প্রথম কোনও কবিতার লাইন পড়ে পুরো একটা রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছিলাম। জীবনানন্দের “অবসরের গান” কবিতার একটা লাইন, “শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে…।”   উলফের লেখাটায় সেই পুরনো কবিতার খোঁজ পেয়ে বেশ ভালো লাগলো।  

কৃষ্ণচূড়াদের গান-

Image
  কৃষ্ণচূড়াদের গান- গরম কফির ধোঁয়ায় জেগে ওঠে আমাদের সকাল দূরের কোনও রেলগাড়ির কুহু ডাক, নাকি সেটা কোকিল কোনও, সে ডাকে ভাঙ্গে এক শালিকের ঘুমও, আমাদের হাতে ধরা থাক আমাদের হাত। আমাদের হাতে আমাদের হাত ধরা থাক। আগুনপাখিদের মতন কৃষ্ণচূড়ার চোখে আজ জল, মেঘ নিশ্চল। ভাঙ্গা কম্পাসে ভুল গানের ছবি দেশ শহর বাড়ি বদলে গেছে সবই, তবুও আমাদের - হাত ধরা থাক, আমাদের হাতে আমাদের হাত ধরা থাক। দূরের কোনও রেলগাড়ির কুহু ডাক, নাকি সেটা কোকিল কোনও, সে ডাকে ভাঙ্গে এক শালিকের ঘুমও, আমাদের হাতে আমাদের হাত ধরা থাক। আমাদের হাতে ধরা থাক আমাদের হাত। ----- গানের কথাঃ তারেক নূরুল হাসান সুর, সংগীতায়োজন ও কণ্ঠঃ নিঘাত সুলতানা তিথি