কৃষ্ণচূড়াদের গান-

 কৃষ্ণচূড়াদের গান-

গরম কফির ধোঁয়ায় জেগে ওঠে আমাদের সকাল দূরের কোনও রেলগাড়ির কুহু ডাক, নাকি সেটা কোকিল কোনও, সে ডাকে ভাঙ্গে এক শালিকের ঘুমও, আমাদের হাতে ধরা থাক আমাদের হাত। আমাদের হাতে আমাদের হাত ধরা থাক। আগুনপাখিদের মতন কৃষ্ণচূড়ার চোখে আজ জল, মেঘ নিশ্চল। ভাঙ্গা কম্পাসে ভুল গানের ছবি দেশ শহর বাড়ি বদলে গেছে সবই, তবুও আমাদের - হাত ধরা থাক, আমাদের হাতে আমাদের হাত ধরা থাক। দূরের কোনও রেলগাড়ির কুহু ডাক, নাকি সেটা কোকিল কোনও, সে ডাকে ভাঙ্গে এক শালিকের ঘুমও, আমাদের হাতে আমাদের হাত ধরা থাক। আমাদের হাতে ধরা থাক আমাদের হাত।
-----

গানের কথাঃ তারেক নূরুল হাসান
সুর, সংগীতায়োজন ও কণ্ঠঃ নিঘাত সুলতানা তিথি



Popular posts from this blog

কাফকা

আজ ১২ ই মে ...

মধ্যাহ্নভোজ | উইলিয়াম সমারসেট মম্‌ | রূপান্তরঃ তারেক নূরুল হাসান