ভার্জিনিয়া উলফ ও জীবনানন্দ-

 ভার্জিনিয়া উলফের গল্পের বর্ণনায় কবিতার ছোঁয়া প্রচুর। গদ্যে কবিতার আমেজ পেলে আমার পড়তে ব্যাপক ভালো লাগে এমনিতেই। 

Monday or Tuesday বইয়ের একটা গল্প Kew Gardens. মজার ব্যাপার হলো, মেলবোর্নেও একটা সাবার্বের নাম আছে কিউ। অবশ্য এখানকার বেশিরভাগ এলাকার নামেই ব্রিটিশ প্রভাব অনেক। 

এই গল্পের শুরুতে চমৎকার একটা বর্ণনা রয়েছে, যেখানে রোদের আলো এসে ফুলের পাপড়ির ওপরে পড়ে, সেখান থেকে ফোঁটা হয়ে ঝরে পড়ে নিচ দিয়ে এগিয়ে যাওয়া একটা শামুকের খোলের ওপরে। বর্ণনা আরও এগিয়ে গেলে একটা অংশে উলফ লিখেছেন, “… and the light now settled upon the flesh of a leaf…”

অনেক বছর আগে জীবনের প্রথম কোনও কবিতার লাইন পড়ে পুরো একটা রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছিলাম। জীবনানন্দের “অবসরের গান” কবিতার একটা লাইন, “শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে…।” 

উলফের লেখাটায় সেই পুরনো কবিতার খোঁজ পেয়ে বেশ ভালো লাগলো। 

Popular posts from this blog

The Boy, the Mole, the Fox and the Horse | Charlie Mackesy

আরেকটিবার-

মধ্যাহ্নভোজ | উইলিয়াম সমারসেট মম্‌ | রূপান্তরঃ তারেক নূরুল হাসান