মন্টি-

.

যাত্রীর নতুন এলবাম "ডাক" এর একটা গান শুরু থেকেই খুব পছন্দের। গানটা হলো- খুব, তুমি জিতছো।
গানের শুরুতে খুব মজা করে একজন বলে, খুব তুমি জিতছো, এলা ক্ষ্যান্ত দাও!
কদিন আগে তিথি জানালো- এই কন্ঠটা নাকি মন্টির! শুনে আরো ভাল লাগলো।
হলে থাকবার সময় ও প্রায়ই আসতো আমাদের রুমে। নর্থ সাউথে পড়ে, কিন্তু ঢাবি-র টিএসসিতে এসে বাংলা কবিতা আবৃত্তি করে, এরকম ছেলে খুব বেশি দেখা যায় না। মন্টির কন্ঠ খুবই সুন্দর। তারচেয়ে বড় কথা, মাইমানসিংয়ের বাকি বন্ধুদের মত ওর কথায় একেবারেই আঞ্চলিকতার টান নেই।
তিথির কাছে শুনবার পরে গানটা আরো কয়েকবার শুনলাম, মন্টির গলা চিন্তা করতেই আরো বেশি বেশি মজা পাচ্ছে!

Popular posts from this blog

কাফকা

শেকসপিয়র অ্যান্ড কোম্পানি | আর্নেস্ট হেমিংওয়ে

আজ ১২ ই মে ...