স্বপ্নাবলী-
গত কয়েকদিনে মোট দু'বার খুব বাজে রকমের দুঃস্বপ্ন দেখলাম।
প্রতিটি ঘটনার কার্যকারণ থাকে, স্বপ্নও তার ব্যাতিক্রম নয়। আমি ভেবে বের করার চেষ্টা করছি দুঃস্বপ্ন দেখার কারণ কি হতে পারে। ইদানীং কি খুব বেশি চিন্তা করছি কোন কিছু নিয়ে? অথবা দুশ্চিন্তা?
একটু একটু করছি বোধহয়।
স্বপ্ন গুলো ভীষন খারাপ। আরো খারাপ ব্যাপার হচ্ছে সেগুলোর সবই প্রায় পুরোপুরি আমার মনে রয়ে গেছে। সুখস্বপ্ন যেরকম হয়- মনে থাকে না, শুধু একটা রেশ রেখে যায়, সকালে ঘুম ভাঙলে পরে মন খুব ভাল থাকে, আর একটা ভীষণ ভাল লাগা অনুভুতি মনের মধ্যে গুন গুন করতে থাকে।
কিন্তু দুঃস্বপ্ন দেখি ঠিক তার উলটো। একেবারে দাঁড়ি কমা সহ মনে রয়ে গেছে, আর ভেতরের ভীষণ বাজে অনুভুতিটাকেও একেবারে শেকড়ের মত গেঁথে দিয়ে গেছে।
আগামী কয়েকদিন যেমন করেই হোক স্বপ্ন বদল করতে হবে, চেষ্টা চরিত্র করে হলেও আধা ডজন সুখ স্বপ্ন দেখে ফেলতে হবে।
প্রতিটি ঘটনার কার্যকারণ থাকে, স্বপ্নও তার ব্যাতিক্রম নয়। আমি ভেবে বের করার চেষ্টা করছি দুঃস্বপ্ন দেখার কারণ কি হতে পারে। ইদানীং কি খুব বেশি চিন্তা করছি কোন কিছু নিয়ে? অথবা দুশ্চিন্তা?
একটু একটু করছি বোধহয়।
স্বপ্ন গুলো ভীষন খারাপ। আরো খারাপ ব্যাপার হচ্ছে সেগুলোর সবই প্রায় পুরোপুরি আমার মনে রয়ে গেছে। সুখস্বপ্ন যেরকম হয়- মনে থাকে না, শুধু একটা রেশ রেখে যায়, সকালে ঘুম ভাঙলে পরে মন খুব ভাল থাকে, আর একটা ভীষণ ভাল লাগা অনুভুতি মনের মধ্যে গুন গুন করতে থাকে।
কিন্তু দুঃস্বপ্ন দেখি ঠিক তার উলটো। একেবারে দাঁড়ি কমা সহ মনে রয়ে গেছে, আর ভেতরের ভীষণ বাজে অনুভুতিটাকেও একেবারে শেকড়ের মত গেঁথে দিয়ে গেছে।
আগামী কয়েকদিন যেমন করেই হোক স্বপ্ন বদল করতে হবে, চেষ্টা চরিত্র করে হলেও আধা ডজন সুখ স্বপ্ন দেখে ফেলতে হবে।