সিয়েরা লিওনের অফিশিয়াল ল্যাঙুয়েজ বাংলা-
সম্ভবত ২০০২ এর ডিসেম্বরের কোন একটা সময়ে সিয়েরা লিওনের প্রেসিডেন্ট ইংরেজির সাথে বাংলাকেও তাদের অফিশিয়াল ল্যাঙুয়েজ হিসেবে ঘোষণা দেন।
পুরা কৃতিত্বটাই অবশ্য জাতিসংঘ শান্তিমিশনে যাওয়া বাংলাদেশি জলপাই মামাদের।
প্রথম যেবার খবরটা শুনছিলাম, বিস্তর আনন্দ পাইছিলাম মনে। পরে বছর ঘুরতে না ঘুরতেই ভুলে গেছি।
আজ কাজে গিয়া এক আফিন্সকানের সাথে কথা হইলো- বাড়ি কইলো সিয়েরা লিওন। কি কারণে জানি নামটা মাথায় ঘুরতেছিলো।
ব্লগে ঢুইকা চট কইরা মনে পড়লো- ওদের অফিশিয়াল ল্যাঙুয়েজও তো বাংলা! এইজন্যেই মাথায় নামটা ঘুর ঘুর করতেছিলো!
কালকের দিনটা ওদের কেমন গেছে কে জানে! সালাম বরকত রফিক বা জব্বারের নাম ওরা জানে তো?
পুরা কৃতিত্বটাই অবশ্য জাতিসংঘ শান্তিমিশনে যাওয়া বাংলাদেশি জলপাই মামাদের।
প্রথম যেবার খবরটা শুনছিলাম, বিস্তর আনন্দ পাইছিলাম মনে। পরে বছর ঘুরতে না ঘুরতেই ভুলে গেছি।
আজ কাজে গিয়া এক আফিন্সকানের সাথে কথা হইলো- বাড়ি কইলো সিয়েরা লিওন। কি কারণে জানি নামটা মাথায় ঘুরতেছিলো।
ব্লগে ঢুইকা চট কইরা মনে পড়লো- ওদের অফিশিয়াল ল্যাঙুয়েজও তো বাংলা! এইজন্যেই মাথায় নামটা ঘুর ঘুর করতেছিলো!
কালকের দিনটা ওদের কেমন গেছে কে জানে! সালাম বরকত রফিক বা জব্বারের নাম ওরা জানে তো?