নির্জনবাস
ব্লগটাকে আজ একটু একটু করে সময় নিয়ে আপগ্রেড করে ফেললাম। এখনকার চেহারা আমার অনেক পছন্দ হচ্ছে। এই ফরম্যাটের সবচে ভাল দিকটি হলো, ওল্ডার পোষ্টে ক্লিক করে করে পাতার পর পাতা পুরোনো পোষ্টগুলো পড়ে ফেলা যাবে। এটা আমার সবচে পছন্দ হয়েছে।
কিছুদিন পর পর নির্জনবাসে যেতে ইচ্ছে করে- অনেকদিন পর আবার এই অনুভুতিটা ফিরে এলো মনে।
বসে বসে গান শুনছি শুধু।
কিছুদিন পর পর নির্জনবাসে যেতে ইচ্ছে করে- অনেকদিন পর আবার এই অনুভুতিটা ফিরে এলো মনে।
বসে বসে গান শুনছি শুধু।
অর্থহীনের- আমাদের গান |