দোজখের ওম-
ফাল্গুন চলে বাংলাদেশে, আর চৈত্রের সব গরম যেন পড়ছে এই মেলবোর্ণে!
গরমে জান উথালি বিথালি করে, আসমান থেইকা য্যান দোজখের আগুন পড়তাছে গইলা গইলা। গলা পর্যন্ত পানি খাইছি সারাদিন, তবু জানি তিয়াস মেটে না। শইল্যে কাপড় রাখলে লাগে গরম, আর খুললে মনে হয় ছ্যাকা খাইতেছি!
-কও দেখি মা কই যাই?
--বাজান, তুমি গাছে ওঠো!
আইজকা গাছের ছায়াগুলানও মনে হয় আগুনে টগবগাইয়া ফুটতাছে! মাথায় কি ভুত চাপলো, আখতারুজ্জামান ইলিয়াসের দোজখের ওম পড়া শুরু করছি।
ভেতর বাইর মিলাইয়া আইজকা আমি আগুন এককেরে!
হক্ব মাওলা!
-----------
পিকচার: মারিং ফ্রম হিয়ার।