ওয়ান বেগম ডাউন-

দি ইকোনোমিষ্টে একটা লেখা পড়লাম। শিরোনাম বেশ মজার- "ওয়ান বেগম ডাউন''।
খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে গ্রেফতার করার পরে লেখা প্রতিবেদনটা। তারেক রহমানের সুপ্রচলিত ডাক নামটাও এখানে বলে দেয়া হয়েছে- মিষ্টার টেন পার্সেন্ট। তার মায়ের আমলে বাংলাদেশে যতগুলো বিজনেস ডিল হয়েছে তার সবগুলো থেকেই তারেক রহমান টেন পার্সেন্ট চাঁদা পেতেন- এরকমই শোনা যায়।
তারেক রহমানের চাঁদাবাজীর ব্যাপকতা নিয়ে অবশ্য আরো অনেক গল্প প্রচলিত আছে।
ইকোনোমিষ্টের প্রতিবেদনটা পড়ে ভাল লাগলো। ওখানে অবশ্য বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনে সামরিক বাহিনির হাত থাকবার কথা একদম সরাসরি বলা হয়েছে। অবশ্য বলুক আর না বলুক, বুদ্ধিমান মাত্রই সেটা ধারণা করাটা খুব কঠিন কিছু না।
লেখাটিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে একজন বেগম ডাউন হয়েছেন, এখন বাকিজন গেলেই বাংলাদেশ আপাতত হাঁপ ছেড়ে বাঁচবে!
কোন বাংলাদেশী লিখেছেন কি-না রিপোর্টটা জানি না, তবে বলেছেন একদম আমাদের মনের কথা!

Popular posts from this blog

আরেকটিবার-

The Boy, the Mole, the Fox and the Horse | Charlie Mackesy

মধ্যাহ্নভোজ | উইলিয়াম সমারসেট মম্‌ | রূপান্তরঃ তারেক নূরুল হাসান