রোজনামচা-


সূর্যোদয়-
---------
আকাশ ভরা মেঘমালা। কালো কালো আর বাদামী। বৃষ্টি হতেও পারে, আবার নাও পারে। তবে আকাশের মেঘের একটা বিশাল অংশ মনের মাঝে গিয়ে ঢুকে বসে আছে।
বাইরে বৃষ্টি নেই, কিন্তু ভেতরে অঝোরে ঝরে যাচ্ছে কেবল- । মুষলধারে। টুপুর টাপুর, টাপুর টুপুর।

“আদরে সোহাগে প্রেমের পরশ দিয়া-
কবির বেদনা বহন করে কি প্রিয়া?''
কার কবিতা? ভুলে গেছি, ভুলেই যাই শুধু- নির্মলেন্দু কি? তাই হবে!

মধ্যাহ্ণ-
------
শিলাজিৎের গান শুনে চমকে গেছিলাম প্রথম। আজগুবি টাইপের ভাষা। তবে দূর্দান্ত হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক! কোন একটা গানে, পেছনে খবর বাজতে থাকে, রেলের শব্দ, পাশেই কোন এক হকার, একটা সিনেমার দৃশ্য যেন, এবং তার মাঝ থেকেই হঠাৎ শিলাজিৎ গেয়ে ওঠে জটিল সব গান। এটা যেরকম: এক্স=প্রেম!
এই মূহুর্তে আরো একটা গান শুনছি- তুমি যা জিনিস গুরু আমি জানি আর কেউ জানে না।
মজার গানটা।

অপরাহ্ণ-
-------
ঘোষনা জিনিসটা আমাদের জীবনে খুব প্রয়োজনীয় হয়ে গেছে মনে হয়।
ছোটবেলায় মাইকে বেজে উঠতো- একটি ঘোষনা- সাথে সাথে কান পাততাম, আবার কার কী হলো? বেশিরভাগি দেখা যেত বিদ্যুত বা গ্যাস বিভাগ থেকে প্রয়োজনীয় কিছু।
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দেয়াটাও খুব আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। কাদিয়ানী নন, এরকম দুয়েকজনও আজকাল অমুসলিম খেতাব পেয়ে যাচ্ছেন অবশ্য।
বঙ্গবন্ধু-বেচারার সেই ঐতিহাসিক ঘোষনা নিয়ে টানাটানি তো আছেই।

এতসব ঘোষণার চাপাচাপিতে ভাবছি- তোমাকে আবার ভালোবাসবো, এবারে নতুন করে, একদম ঘোষনা-টোষনা দিয়ে।
হ্যা ভাই- আসিতেছে, মহাসমারোহে ....।

সূর্যাস্ত-
----------

কামরায় গাড়ি ভরা ঘুম,
রজনী নিঝুম।

এটা কার? ধুর, এটাও ভুলে গেছি!!


x=prem.mp3

Popular posts from this blog

আরেকটিবার-

The Boy, the Mole, the Fox and the Horse | Charlie Mackesy

মধ্যাহ্নভোজ | উইলিয়াম সমারসেট মম্‌ | রূপান্তরঃ তারেক নূরুল হাসান