টিভি দেখা

এই মুহুর্তে আমার প্রিয় চ্যানেল নিঃসন্দেহে ইউটিউব ডট কম
সার্চ দিলেই অগুনতি বাংলা নাটক সিনেমা চলে আসছে। দেখা যাচ্ছে মজার সব বিজ্ঞাপন বা মিউজিক ভিডিও।
লাবন্য প্রভার বেশ কিছু পর্ব দেখলাম। মোস্তফা ফারুকীর কয়েকটা নাটক, এবং সর্বশেষ দেখলাম হুমায়ুনের সিনেমা- নিরন্তর। সবই ফ্রিতে!

জাম্প টিভি নামের একটা সাইট ওয়েব এ টিভি দেখার ব্যাবস্থা করে দিচ্ছে। নানা দেশের চ্যানেল আছে সেখানে। বাংলাদেশের চ্যানেল আছে তিনটি। চ্যানেল আই, আরটিভি, আর এনটিভি।
কাল এনটিভি-র জন্যে সাবস্ক্রাইব করে ফেললাম, মাঝে মাঝে নিউজ দেখা যাবে।

খুব একটা পয়সাও লাগে না। এমনিতে ১৫ ডলারের মত লাগে মাসে। তবে ওরা একটা সুযোগ দিচ্ছে, প্রথম মাসে লাগবে মাত্র দেড় ডলার!

ভালই তো!


Popular posts from this blog

কাফকা

আজ ১২ ই মে ...

মধ্যাহ্নভোজ | উইলিয়াম সমারসেট মম্‌ | রূপান্তরঃ তারেক নূরুল হাসান