মেঘদল


সারাদিন কুকুর-বিড়াল বৃষ্টি। দেশ ছেড়ে আসার সাথে সাথে বৃষ্টির প্রতি ভাললাগাও ফেলে এসেছি নির্ঘাৎ। এখানে বৃষ্টি একেবারেই দেশের মত নয়। একদমই আলাদা, দেশের বৃষ্টির মতন আকাশ থেকে ভালবাসা ঝরে পড়ে না এখানে।
তার মধ্যে কাল ছিল ড্রাইভিং টেষ্ট। কাগজ কলম নিয়ে বসে থাকা কোন মাষ্টারনীকে পাশে নিয়ে গাড়ি চালাতে ভাল লাগে না। তার ওপর সে যদি শকুনের মত চোখ নিয়ে শুধু আমার ভুল ধরার জন্যে বসে থাকে!
এত কিছুর মধ্যেও হঠাৎ চোখ পড়লো আকাশের দিকে। মেঘেরা যেন অনেক নীচে নেমে এসেছে, ঐ দালানগুলোর মাথায় চেপে বসেছে যেন।
এটা অতি অবশ্যই মেঘ নয়। ভারি কুয়াশা হতে পারে। বা মেঘের ছোট ভাই- ঘন জলীয় বাষ্প। তবু ভাবতে মজা লাগছিল মেঘেরা হঠাৎ আমাদের খুব কাছে চলে এসেছে- এত কাছে যে, লিফটের বোতাম চাপলেই চড়ে বসা যায় তাদের উপর।
মোবাইল ক্যামটাকে কালই প্রথম প্রয়োজনীয় মনে হলো।