আপন দেশে -

কদিন খুব কোলাহলে ছিলাম।
কোলাহল ভালো লাগে না এমনটা নয়। একটা টান আছে ব্যাপারটায়। ভিড়ের মাঝে নিজেকে ঠেলে দেবার মধ্যে অন্যরকম আনন্দ আছে।
কিন্তু সেই আনন্দ হঠাৎ করে আতিশয্য মনে হলো। তাই, কিছুদিন নির্জন বাসের জন্যে ফিরে এলাম এখানে।
নিজেকে নিজেই উইশ করছি- বিরতির পরবর্তী যাত্রা শুভ হোক।
সুন্দর হোক।

Popular posts from this blog

কাফকা

আজ ১২ ই মে ...

মধ্যাহ্নভোজ | উইলিয়াম সমারসেট মম্‌ | রূপান্তরঃ তারেক নূরুল হাসান