তিতলি -


তিতলি -
----------------
আমার আকাশসীমা বেঁধে দেয়া আছে ৷
তবু,
সংকোচ পায়ে নিয়ে তোমার নিকটে গিয়ে ,
যখনি দাঁড়াই -

আশার পাখিকে নিয়ে সীমানা ছাড়াই !


***************

তিতলি সিরিজের এটা প্রথম কবিতা ৷
বাকিগুলো তুলে দিবো আস্তে আস্তে ৷

Popular posts from this blog

কাফকা

শেকসপিয়র অ্যান্ড কোম্পানি | আর্নেস্ট হেমিংওয়ে

আজ ১২ ই মে ...