কবিতা ১ - দুই শিল্পী -

দুই শিল্পী -


কোন এক রূপসী ভোরে ক্যানভাস সামনে
ক্ষেপে ওঠেন এক চিত্রশিল্পী,
সৃষ্টিকর্তার আঁকা ছবি কি
তার চেয়েও সুন্দর?
আত্মম্ভরী জবাব তার -
"হতেই পারে না!'

পাল্লা দিয়েই দেখা যাক্ না!

রং তুলি নিয়ে বসে যান তিনি,
দিন-রাত শুধু এঁকেই চলেন৷
নিজেকে উজাড় করে দেন ক্যানভাসে৷
পাহাড় - নদী - সূর্যাস্ত -
আকাশ - মেঘ - ঝরণাধারা -
সবই আঁকেন৷

কিন্তু
সবুজ গাছ আঁকতে গিয়ে থমকে গেলেন -
সে গাছের ডালে বসে এক মা শালিক
ক্রন্দনরত তার এইটুকুন বাচ্চাদের মুখে
তুলে দিচ্ছে আহার৷
প্রথম সূর্যের মিঠে আলোর পটে,
সে এক অদ্ভূত সুন্দর ছবি৷
-- সৃষ্টিকর্তার আঁকা!

ছবির ক্যানভাস লুটিয়ে পড়ে,
শিল্পী শুধু চেয়েই থাকেন৷

Popular posts from this blog

আরেকটিবার-

The Boy, the Mole, the Fox and the Horse | Charlie Mackesy

মধ্যাহ্নভোজ | উইলিয়াম সমারসেট মম্‌ | রূপান্তরঃ তারেক নূরুল হাসান