বাংলা লেখা
সামু'পা, আর শুচিদি, দুজনে শোনো।
অরকুট বা যে কোনো ওয়েবসাইটে বাংলায় লিখতে হলে ইউনিকোড ফন্ট ব্যবহার করাই ভাল। ইউনিকোড ফন্টের সুবিধা কি তা এখানকার আগের কিছু পোষ্ট পড়লে জানতে পারবে।
ঈশানদা'র বাংলা এডিটর দিয়ে ইউনিকোড ফন্টে লিখে অরকুটে কপি-পেস্ট করে দিতে পারো। সেক্ষেত্রে তোমরা লিখবার সময় বাংলাপ্লেইন ফন্ট সিলেক্ট না করে সোলাইমানলিপি ফন্ট সিলেক্ট করে লিখবে। তারপরে সেটা কপি করে পেস্ট করে দিতে পার।
সোলাইমান লিপি ফন্ট পাবে - এই সাইটের ডানদিকে, দেখ- ফন্ট ডাউনলোড বলে একটা লিংক আছে, ওটায় ক্লিক করলে পাবে।
আর, কপি-পেস্ট না করে সরাসরি বাংলায় লিখতে চাইলে তোমাদের আভ্র কি বোর্ড ইন্সটল করতে হবে।
অভ্র পাবে কোথায়? দেখি- বুদ্ধি করে বের করতে পারো কি না!
দেখো ট্রাই করে। ঃ-)
অরকুট বা যে কোনো ওয়েবসাইটে বাংলায় লিখতে হলে ইউনিকোড ফন্ট ব্যবহার করাই ভাল। ইউনিকোড ফন্টের সুবিধা কি তা এখানকার আগের কিছু পোষ্ট পড়লে জানতে পারবে।
ঈশানদা'র বাংলা এডিটর দিয়ে ইউনিকোড ফন্টে লিখে অরকুটে কপি-পেস্ট করে দিতে পারো। সেক্ষেত্রে তোমরা লিখবার সময় বাংলাপ্লেইন ফন্ট সিলেক্ট না করে সোলাইমানলিপি ফন্ট সিলেক্ট করে লিখবে। তারপরে সেটা কপি করে পেস্ট করে দিতে পার।
সোলাইমান লিপি ফন্ট পাবে - এই সাইটের ডানদিকে, দেখ- ফন্ট ডাউনলোড বলে একটা লিংক আছে, ওটায় ক্লিক করলে পাবে।
আর, কপি-পেস্ট না করে সরাসরি বাংলায় লিখতে চাইলে তোমাদের আভ্র কি বোর্ড ইন্সটল করতে হবে।
অভ্র পাবে কোথায়? দেখি- বুদ্ধি করে বের করতে পারো কি না!
দেখো ট্রাই করে। ঃ-)