আজ খুব ঝড়-বৃষ্টি হলো

আজ খুব ঝড়-বৃষ্টি হলো এখানে ৷ পুরো মেলবোর্নে ৷
বিপি-তে কাজ শেষ করে ফিরবার পথে দেখি রাস্তায় গাছ উপড়ে পড়ে আছে !
অল্পের জন্যে পাশে রাখা গাড়িটা বেঁচে গেছে !
ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুললাম ৷ কিন্তু হেডলাইটের আলোয় ভালো আসেনি ৷ তাই পরে বীম মেরে তুললাম ৷
মোটামুটি এসেছে এবার ৷
আরো খানিকদূর এসে দেখি রাস্তার সিগন্যাল কাজ করছে না ৷ চারপাশে গাড়ি জমে গেছে ৷ কে কোনদিক দিয়ে যাবে ঠিক করতে না পেরে সবাই দাঁড়িয়ে আছে ৷ আমি কোন এক ফাঁকে পাশ কাটিয়ে বের হয়ে এলাম ৷
এখানে আসবার পরে এরকমটা দেখিনি ৷ কালকের পেপার পড়তে হবে ৷