আজ কি শুক্রবার ?

পুরোনো লেখাগুলো লিখেছিলাম বাংলাপ্লেইন ফন্টে৷ ওগুলোকে এখন আবার ইউনিকোডে কনভার্ট করতে বেশ ঝামেলা হচ্ছে৷
তবে খুব তাড়াতাড়িই করে ফেলব আশা করি, তারপরে তুলে দিতে পারব এখানে৷


আজ ইউনিভার্সিটিতে এসে এখান থেকে বাংলায় পোস্ট করা যায় কিনা ট্রাই করে দেখ্লাম৷ এখানে কোন ফন্ট ইন্সটল করা যায় না৷ তবে উইন্ডোজের সার্ভিস প্যাক ২ ব্যবহার করে বলে ভ্রিন্দা ফন্টটি আগে থেকেই দেয়া আছ্হ৷ ৷
ইউনিকোডে লিখতে এই একটা কারনেই খুব মজা লাগছ যে যে কোন একটি ইউনিকোড ফন্ট থাকলেই যে কেউ এই লেখা দেখতে পারবে৷
সোলায়মান লিপি নেই বলে একটূ অন্যরকম লাগছে, তবে ভ্রিন্দাও মনে হচ্ছে খারাপ নয়৷ আরো সুন্দর একটা ইউনিকোড ফন্ট কোথায় পাবো বুঝছি না৷
সময় পেলে কি করে বাংলায় ব্লগ করা যায় এই নিয়ে একটা পোষ্ট তুলে দিব ভাবছি৷ নিশ্চয় অন্যরাও উপকার পাবে, মানে যারা আমার মতো বাংলায় চিত্কার করতে চায়!

Popular posts from this blog

The Boy, the Mole, the Fox and the Horse | Charlie Mackesy

মধ্যাহ্নভোজ | উইলিয়াম সমারসেট মম্‌ | রূপান্তরঃ তারেক নূরুল হাসান

আরেকটিবার-