আমাদের মুক্তিযুদ্ধের ওয়েবসাইটগুলো-

মোটামুটি দৌড়ের উপর আছি। সেমেস্টারের মাঝামাঝি। হাতে হারিকেন পেছনে বাঁশ টাইপ অবস্থা!
বেশ কিছু কাজ একসাথে শুরু করে এখন কোনটাই করা হচ্ছে না। সব ঝুলে আছে। কিন্তু দেশে যাবার আগে অবশ্যই শেষ করে যেতে হবে সব। ভাবছি প্রতিদিন ঘড়ি ধরে বসব এসব নিয়ে, আধা ঘন্টা করে হলেও।

সেরকমই একটা কাজে কদিন ধরে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে অনলাইনে যতগুলো সাইট আছে, ঘুরে ফিরে দেখছি তাদের।
প্রাথমিক মূল্যায়ন হলো, ওখানে বেশিরভাগই বেসিক তথ্যগুলো রাখা আছে, ডিটেইলস নেই তেমন। অল্পবিস্তর ছবি আছে।
ইংরেজিতে যেসব তথ্য পাওয়া যাচ্ছে, সেসব বেশিরভাগই সামারাইজড করা। “মুরগী বাচ্চা পাড়িল’ টাইপ। মাঝের ডিম পাড়ার খবর নেই।
নিজের সুবিধার জন্যে এখানে সাইটগুলোর একটা লিষ্ট করে রাখছি।

১।প্রথম লিনক হিসেবে দিতেই হবে উইকিপিডিয়ার সাইটটার। পরিমাণের দিক দিয়ে অনেক তথ্য রয়েছে এখানে। পুরোটা পড়ে দেখা হয় নি, তবে, উইকির প্রতি আস্থা রয়েছে আমার।
২।ফরচুনসিটিতে হোষ্ট করা সাইটটিতে তথ্য কম রয়েছে, সাইটের ডিজাইন ভালো হয়নি যদিও, তবে এখানে প্রচুর পরিমাণে ছবি দেয়া আছে।
৩।তালিকার তৃতীয় সাইটকে মরুদ্যান বলে আখ্যা দেয়া যায়। সবচে গোছানো এবং সুন্দর। নাম হলো বাংলাদেশ ডট নেট। বানিয়েছে কে বলুনতো? অরূপ কামাল। মানে আমাদের অরূপদা!
৪।সাবকন্টিনেন্ট নামের সাইটে আমাদের যুদ্ধের কথা এসেছে ইন্দো-পাক যুদ্ধ হিসেবে। তবু, নানা কারণে এই সাইটে ঢুঁ মারা যেতে পারে।
৫।বেশ ভালো একটা সামারি দেয়া আছে বাংলাপিডিয়াতেও। তবে, মনে রাখতে হবে, এটা সামারি।
৬।জেন্ডারসাইডের সাইটে ৭১ এর জেনোসাইডের খবর পাওয়া যাবে জেন্ডারের বেসিসে। মন্দের ভালো বলা যায় এটাকে।
৭।ভার্চুয়াল বাংলাদেশে বেশ কিছু আর্টিক্যাল দেয়া আছে।একধারসে পড়া শুরু করেছি, যদিও এখনো শেষ করতে পারিনি।
৮। বেশ দৃষ্টিনন্দন হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরের সাইট। বিতর্কের খাতিরে অবশ্য ব্লগের সবাই এটার খবর আগেই জেনে গেছেন।
৯। গুগলের মতোই আমার আরেকটা প্রিয় সাইট হলো আনসার ডট কম। মুক্তিযুদ্ধ নিয়েও দেখি ওদের কাছে ভালোই উত্তর পাওয়া গেল!
১০। বিডি৭১ এর লেখাগুলো বেশ ইন্টারেস্টিং। আরো খানিকটা পড়ে মতামত দিতে হবে।
১১। মুক্তিযুদ্ধ সম্পর্কিত বেশ ভালো কিছু তথ্য পাওয়া যাবে ভারতীয় এয়ারফোর্সের এই সাইটে। বাংলাদেশি বলে মাঝেমাঝেই অবশ্য ঢোক গিলেছি। কেন? সেটা পড়লেই জানতে পারবেন।
১২। অল্প কিছু ছবি দেয়া আছে বাংলা২০০০এ। শুভ আর পিয়ালভাই-র কল্যাণে অবশ্য এসব দেখা হয়ে গেছে আগেই।
১৩। ছোট্ট একটা ডকুমেন্ট এটা। বাংলাদেশ মেরিনারের সাইটে পাওয়া। একটা নাটশেল।

তবে এখন পর্যন্ত নেটে মুক্তিযুদ্ধকে তুলে আনায় বেশ বড় একটা অবদান রেখেছে এনওয়াইবাংলা ওয়েবসাইট। দারুন সব ডকুমেন্ট ওখানে।

আবশ্যিকভাবে আরো দুটো লিংক এখানে না রাখলেই নয়। শুভ এবং পিয়ালভাই
সাথে রেখে দিচ্ছি রেজওয়ান ভাইয়ের দেয়া লিংকগুলোও।

১) আলোচনা ম্যাগাজিনে প্রকাশিত ডঃ আব্দুল মোমেনের পারসোনাল ডাইরি।
২) মুক্তধারা
৩) বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের সাইট।
৪) বিবিসির সাইটে কিঞ্চিত তথ্য।
৫) আমেরিকার ডিপার্টমেন্ট অফ স্টেট আর্কাইভ ।
৬) একটি পাকিস্তানি ভার্সন
৭) জিও সিটিজ- থালসেনা সাইট
৮) কথন-হলোকাস্ট
৯) বুদ্ধিজীবি হত্যা
১০) পাকিস্তানি গনহত্যার পরিসংখ্যান
১১) ইউএস লাইব্রেরি অফ কনগ্রেস -বিকৃত তথ্য

ব্লগারদের অনুরোধ করবো,নতুন কোন সাইট বা ডকুমেন্টের খোঁজ যদি পান, একটু কষ্ট করে মন্তব্যের ঘরে রেখে যাবেন।


Popular posts from this blog

আরেকটিবার-

The Boy, the Mole, the Fox and the Horse | Charlie Mackesy

মধ্যাহ্নভোজ | উইলিয়াম সমারসেট মম্‌ | রূপান্তরঃ তারেক নূরুল হাসান