আমি যেখানে আছি -


আমি যেখানে আছি- 

---------------------


আমি কিন্তু এখানে এখন নেই, 

বরং রয়েছি সুদূর অতীতে, 

এই ঘরের কোণেই চুপটি দাঁড়িয়ে আছি, 

কিন্তু কাঁপছি বহু আগের শীতে। 


আমার কোনও আগামী কাল নেই- 

বর্তমানেও আমার দারুণ ভয়, 

শান্তি দেয় শুধুই গতকাল, 

অতীতটাকেই আপন মনে হয়। 


একলা পথে পিছিয়ে গিয়ে হাঁটি, 

তোমরা আমায় খুঁজোনা প্লিজ আর,

দিঘীর জলে গা ডুবিয়ে আছি, 

নাক ভাসিয়ে দিচ্ছি ডুব সাঁতার। 

  

তুমি দেখছ যাকে, ভাবছ আমি, 

কিন্তু আমি এখন এখানে নেই।

অতীত থেকে আলো এসে ছুঁলে, 

একটা গাঢ় ছায়া তো পড়বেই। 


- তারেক নূরুল হাসান

০৯/০৫/২০২০ 


Popular posts from this blog

কাফকা

আজ ১২ ই মে ...

মধ্যাহ্নভোজ | উইলিয়াম সমারসেট মম্‌ | রূপান্তরঃ তারেক নূরুল হাসান