একজন গৃহপালিত প্রাণী

একজন গৃহপালিত প্রাণী


পৃথিবীর সর্বাপেক্ষা নির্বিবাদী গৃহপালিত প্রাণীটির নাম- মা।
এরা তেমন কোন রা করে না, 

জোর-জুলুমের প্রতিবাদ করে না।
খেতে পেলে খায়, 

আবার না খেয়েও সহাস্যে তাঁদের দিন চলে যায়। 


সবার সব কিছু ঠিকমতন হচ্ছে কি না, 

সেদিকে খুব খেয়াল তাঁদের। 

শুধু নিজের বেলায় মস্ত মনভুলো। 

হয়ত ওষুধ খেতে ভুলে যায়, হয়ত নিজের পাতের খাবার পড়ে থাকে।
কোনো কারণে চোখের কোণ ভিজে গেলে,
চট করে তা শুকিয়ে নিতে অবশ্য ভুল হয় না।

আমাদের সবার বাড়িতেই একটা করে এই প্রাণী থাকে। 

আমরা তাই আলাদা করে এদের অস্তিত্ব টের পাই না। 

বাড়ির গরু মুরগী হাঁস এবং মা- সবাই থাকে যার যার নিজের মতন। 

আসা যাওয়ার পথের পাশে, নিজের মতন। 


কোনো কোনো বাড়ির মা - হঠাৎ হঠাৎ হারিয়ে যায়। 

অসুখে ভুগে, বা এমনিই, হয়তো মনের খেয়ালে, 

সে হঠাৎ করেই না ফেরার দেশে পাড়ি জমায়। 

বাড়ির সবার খুউব অসুবিধে হয় তখন। 

কেউ বিরক্ত হয় মা নেই বলে,
কারও কারও অভ্যাসের ছন্দপতন হয়। 

সবাই খুব করে গালমন্দ করে, তাঁর অনুপস্থিতিকে। 


শুধু বাড়ির সব গরু মুরগী হাঁস, 

ঘরের টেবল বা চেয়ারগুলো, 

শোবার ঘরের আলনা, 

এবং জানালার কম্পমান পর্দাগুলো- 

অবাক চোখে 

মাঝে মাঝে 

আকাশের দিকে চেয়ে থাকে।  

শুধু তারাই জানে, এই বাড়ির মা-টি আসলে মানুষ ছিল। 

- 



তারেক নূরুল হাসান। 

১০ মে ২০২০। 

Popular posts from this blog

কাফকা

আজ ১২ ই মে ...

মধ্যাহ্নভোজ | উইলিয়াম সমারসেট মম্‌ | রূপান্তরঃ তারেক নূরুল হাসান