techiটাকি : VoIP / ভয়েপ

০৪/০২/০৯
লিংকসিস ATA
---------------------
বাসার ফোন বদলে ভয়েপ করে নিয়েছি। ব্যবহার করছি Linksys ATA.
আজ এটা সেটাপ করতে গিয়ে হঠাৎ মুশকিলে ফেললো। কিছুতেই কনফিগারেশানের পাতাটা খুলছিলো না। বারবার ইউজার নেইম আর পাসওয়ার্ড চাইছিলো। অথচ, এই পাতার জন্যে কোন লগইন তথ্যের প্রয়োজন হয় না।
পরে একটা উপায় বের করলাম। ব্রাউজারে সরাসরি ইউজারের পাতা চলে গেলে আর এসব ঝামেলা করতে হয় না। যেমন, ধরা যাক, জিনিসটার আইপি 162.198.1.743 , তাহলে ব্রাউজারে লিখতে হবে- 162.198.1.743/admin/basic . তাহলেই কনফিগারেশান পাতায় এটা সরাসরি চলে যাবে, কোনরকম তথ্য জিজ্ঞেস না করেই।

Popular posts from this blog

কাফকা

আজ ১২ ই মে ...

শেকসপিয়র অ্যান্ড কোম্পানি | আর্নেস্ট হেমিংওয়ে