techiটাকি: দরকারী সফ্টওয়র/ প্রোগ্রাম

১১/১০/০৮
পিডিএফ রাইটার
----------------

এ জিনিসের এখন খুব বেশি দরকার হয় বলে মনে হয় না।
একদম শুরুতে যখন ইউনিকোডে লেখার প্রচলন হয়নি, তখন কোথাও লেখা পাঠালে ওয়ার্ড ফাইলের সাথে ফন্টও পাঠিয়ে দিতে হতো। তখন ঝামেলা এড়াতে আমি লেখাটাকে পিডিএফ বানিয়ে পাঠিয়ে দিতাম ই-মেইল করে।
উইন্ডোজের জন্যে সবচেয়ে ভাল লেগেছে প্রাইমো পিডিএফ।
ওয়ার্ড ফাইলটাকে পিডিএফ বানানোই শুধু নয়, যে কোন ওয়েবপেইজকে পিডিএফ বানিয়ে সংরক্ষণ করে ফেলা যায় এটা দিয়ে।

ইদানীং অবশ্য ওপেনঅফিস দিয়ে সরাসরি পিডিএফ বানানো যায়। উবুন্তুতে যখন থাকি, ফায়ারফক্সের সাথে একটা এড-অন নামিয়ে নিয়েছি, কাপস পিডিএফ জেনারেটর বলে ওইটাকে, এটাও বিশেষ কাজের।
তবে, উইন্ডোজের জন্যে আমার একমাত্র পছন্দ ওই প্রাইমো-ই

Popular posts from this blog

আরেকটিবার-

The Boy, the Mole, the Fox and the Horse | Charlie Mackesy

সিসিফাস শ্রম | আনিসুর রহমান