নোটিশ বা ঐ ধরণের কিছু একটা-
অনেকে অল্প স্বল্প জানতে চাইছেন, সামহোয়্যার ইনে কেন এখন ব্লগাই না।
তাদের জ্ঞাতার্থে জানাই, তেমন কোন বড় সড় কারণ নেই।
এর আগেও মাঝে সাঝেই ওখান থেকে ব্রেক নিয়েছি, কোনটাই যদিও এবারের মতন দীর্ঘ ছিল না।
এই মুহুর্তে সামহোয়্যারে কিছু লিখতে ইচ্ছে করছে না, এটাই মূল কারণ।
ইচ্ছেটা ফিরে এলে আমিও আবার লিখতে শুরু করবো হয়তো।
তার আগ পর্যন্ত ব্লগস্পট, আর সচলায়তন নিয়ে- এই বেশ ভাল আছি।