সত্যজিতের শতবর্ষ একশোয় ১০০ | হিল্লোল দত্ত


এবারে দেশ থেকে নিয়ে আসা আরেকটা বই, সত্যজিৎকে নিয়ে একশটা তথ্যের সংকলন এটা। যেমনটা আশা করেছিলাম, বেশ অনেকগুলি অজানা তথ্য জানতে পেরেছি পড়ে। যেমন জন্মের পরপর সত্যজিতের নাম আসলে কী রাখা হয়েছিল, অথবা তাঁর সিনেমার সাথে সম্পর্কিত কয়েকজন মানুষের কিছু গল্প। অনেক ঘটনাকে সূত্র মিলিয়ে এক জায়গায় আনায় সেগুলোর ভেতরের মিল-অমিল নতুন করে চোখে পড়েছে। লেখক যে বেশ খেটেছেন এই বই লিখতে গিয়ে সেটা স্পষ্ট, আগে জানা কথাগুলিও তাই আড্ডার মেজাজে আবার পড়তে গিয়ে মন্দ লাগেনি।


একটা স্পেশাল ধন্যবাদ লেখককে। হিন্দি জ্ঞানে বেশ টানাটানি আছে আমার, তাই 'তেরে বিনা জিন্দেগি সে কোই শিকওয়া তো নেহি' এই কথাটার মানে এতদিন ঠিকঠাক বুঝে উঠতে পারিনি। এই বইয়ের কল্যাণে সেটা জানা হলো।

বইয়ের বাঁধাই চমৎকার। শক্তপোক্ত। ভাল লেগেছে। একটা ব্যাপার মনে হলো অবশ্য। প্রায় একশটি চ্যাপ্টার এই বইয়ে। সবগুলো নতুন পৃষ্ঠায় শুরু না করে যদি খানিক ফাঁকা রেখে পর পর ছাপা হতো, আমার ধারণা বইয়ের পৃষ্ঠা সংখ্যা ৩০/৩৫ শতাংশ কমিয়ে আনা যেত। সে ক্ষেত্রে দামও কম রাখা যেত হয়ত। প্রকাশক এ কথাটা ভেবে দেখতে পারেন।

আর, কেন যেন বইয়ের ছবিগুলো সব নেগেটিভ প্রিন্ট এসেছে। এই ভুলটা পরের সংস্করণে ঠিক হয়ে যাবে আশা করি।

সব মিলিয়ে, সংগ্রহে রাখার মত হয়েছে এই বইটা। প্রচুর পেজমার্ক আর পেন্সিলের দাগ জমে গেছে বইটা শেষ করতে করতে। মাঝে মাঝে ইচ্ছে হলে উল্টে পাল্টে দেখা যাবে।

Popular posts from this blog

The Boy, the Mole, the Fox and the Horse | Charlie Mackesy

মধ্যাহ্নভোজ | উইলিয়াম সমারসেট মম্‌ | রূপান্তরঃ তারেক নূরুল হাসান

আরেকটিবার-