উইলিয়াম ট্রেভর-এর গল্প



প্রথম চশমা নেয়ার কথা খুব মনে আছে।

রাস্তার স্পিডলিমিটের সাইন দেখার জন্য চোখ ছোট ছোট করে তাকাতাম, পড়তে পড়তে হাতের বইটা হয়ত অজান্তেই তুলে আনতাম একেবারে চোখের সামনে।

ডাক্তারের কাছে গেলে পরে চশমা ধরিয়ে দিলো। তারপরে দেখি, বাহ, চারপাশ তত ঘোলাটে নয় আসলে যেমনটা ভেবেছি এতদিন।
উইলিয়াম ট্রেভর যেন আমার 'পাওয়ার' লাগানো নতুন চশমা।

একঘেয়ে পৃথিবীর ততোধিক একঘেয়ে গল্পকারদের অযথা ঘোলাটে ছবির মাঝখানে হঠাতই স্পষ্টতর, নতুনতর কোনও দুনিয়ার ছবি এই গল্পগুলো।
পড়ছি আর কেবলই মুগ্ধ হচ্ছি।
আমার বুকশেলফে ইলিয়াসের পাশের জায়গাটা এতদিন ফাঁকা পড়ে ছিল, ট্রেভর সাহেব সেখানে পাকাপাকি জায়গা করে নিলেন সহসাই।

Popular posts from this blog

আরেকটিবার-

The Boy, the Mole, the Fox and the Horse | Charlie Mackesy

সিসিফাস শ্রম | আনিসুর রহমান