প্রার্থনা-কাব্য


প্রার্থনা-কাব্য 

---- 

দুঃখ আমাকে ছেড়ে 

যেন কখনো না চলে যায়। 

দুঃখ মানেই সৃষ্টির অপার শক্তি, 

তোমার চেয়ে ভালো তা কে জানে হায়। 


হে হিংসুটে প্রভু, 

আমার সকল সুখ তুমি নিয়ো;  

তার বদলে দুঃখগুলো, 

আমায় রাখতে দিয়ো। 

-- 

তারেক নূরুল হাসান 

১১/০৬/২০ 

Popular posts from this blog

আরেকটিবার-

The Boy, the Mole, the Fox and the Horse | Charlie Mackesy

সিসিফাস শ্রম | আনিসুর রহমান