এ. আর. রাহমান


গতকাল রাতে . আর. রাহমান এর লাইভ কনসার্টে গিয়েছিলাম। 
প্রায় পঁচিশ বছরের মুগ্ধতা আরও ঘণ্টা তিনেক বাড়িয়ে নিয়ে বাড়ি ফিরলাম। 
অনেক মৃদুভাষী একটা লোক, এই সব পাগল করা ধুন্ধুমার সব ভেঙ্গে ফেলা গানের ফাঁকে ফাঁকেই মিষ্টি করে হাসেন কেবল। 
আমি অবাক হয়ে দেখলাম। আর বুঝলাম,  নিজেকে ঠিক এতখানি উপরে নিয়ে যেতে পারলেই বোধহয় কেবল এত বেশি বিনয়ী হবার মতন ধৃষ্টতা হয় মানুষের। 

Popular posts from this blog

কাফকা

আজ ১২ ই মে ...

মধ্যাহ্নভোজ | উইলিয়াম সমারসেট মম্‌ | রূপান্তরঃ তারেক নূরুল হাসান