তিতলি- ২

তিতলি-
-----------
আমি একটা স্বপ্ন আঁকি বসে,
পেন্সিলেতে- মনের ক্যানভাসে-।।
আঁকা শেষে তাকিয়ে দেখি সেথা,
কোথায় যেন কীসের অপূর্ণতা।
ঠিক তখুনি রঙের বাকসো হাতে,
তুই এসে বসলি ছবিটাতে।
রঙের ছোঁয়ায় করলি তাকে পূর্ণ,
-তুই আর আমি, এই আমাদের স্বপ্ন।
--------------------------
ডিসক্লেইমার ১: ঘটনা ও চরিত্র পুরাপুরি কাল্পনিক।
ডিসক্লেইমার ২: কাল্পনিক না হইলেই বা আপনের কি?