আমার প্রতিবাদ
এক খাবলা মাটি হাতে লইয়া
নিজের গায়ে মাখ-
মাটিতে লাগাইয়া নাক;
ঘ্রান নে রে ব্যাটা নিশ্বাস ভইরা নে,
মায়ের দুধের গন্ধ পাবি সেখানে।
এই সবুজ জমিনে একবার-
তোর বাপের লাংগলের লগে গড়াগড়ি দে,
এই নদীতে তিনখান ডুব লাগা, শুশুকেরা
যেমন কইরা ডুবে।
এই যে ক্ষেতের আইল,
তার মইধ্যে দিয়া দৌড় লাগা একখান।
আসমানে উড়তাছে ভো-কাট্টা ঘুড়ি,
হ দেখি তার সমানে সমান!
তারপর,
মাথাখান উঁচা কইরা
আসমানের দিকে তাকা দেহি একবার।
কি দ্যাখা যায়? চাঁন-তারা??
আরে বেকুব, সর্বহারা-
সিনা টান কইরা দ্যাখ,
চক্ষু দুইটা খুইলা দ্যাখ-
সুর্য দেখবি খালি,
টকটইক্যা লাল সূর্য !
আসমান আর জমিন একাকার কইরা-
লালে আর সবুজে মাখামাখি...
আমার মায়ের আঁচলের লাহান-
আঁচলের মতন পতাকার লাহান।
৭।০৬।২০০৬
----------
এই কবিতার একটা প্রেক্ষাপট আছে। ( অবশ্য সব কবিতারই একটা প্রেক্ষাপট থাকে।)
সামহোয়্যার ইন ব্লগে কোনো এক পাকিস্তান প্রেমিক হুট করে পাকিস্তানের পতাকা সহ কিছু পোষ্ট দেয়া শুরু করে। ভীষন অশ্লীল মনে হয়েছিল আমার সেটা। তারই প্রতিবাদে লেখা এই কবিতা।
এটা একদম র'- কপি। পরে কখন সুযোগ পেলে এডিট করব হয়তো, বা হয়তো করবো না।