The Little Big Library


আজ বিকেলবেলায় বাসার সামনে আমার লেটার বক্সের নিচে এই জিনিসটা সেট করে ফেললাম। 
বেশ আনন্দ লাগছে! :) 
ঠিক বড় মাপের বাক্স পাইনি খুঁজে, এটা আসলে একটা লণ্ঠন। আপাতত এটা দিয়েই কাজ চালানো যায় কি না দেখি। 
নাম দিয়েছি দি লিটল বিগ লাইব্রেরি। 
সব মিলিয়ে ১৩ টির মত বই আঁটানো গেছে ভেতরে। ধারের নিয়ম খুব সোজা, একটা বই নিলে একটা রেখে যেতে হবে বদলে। 
দেখা যাক, কী হয়। 

Popular posts from this blog

কাফকা

আজ ১২ ই মে ...

শেকসপিয়র অ্যান্ড কোম্পানি | আর্নেস্ট হেমিংওয়ে