জীবন স্মৃতি - রবীন্দ্রনাথ ঠাকুর


 এখনো পড়া শেষ হয়নি। শীতের সকালের অল্প স্বল্প রোদ পোহানোর মত করে প্রতিদিন দু তিন পাতা করে পড়ে যাচ্ছি। বিশ্বভারতী থেকে বের হওয়া গেরুয়া প্রচ্ছদের বই, ঝকঝকে ছাপা, ছিমছাম সাইজ। চোখেরও আরাম, আবার হাতে নিয়েও আরাম। 

এই শতবর্ষী বই পড়তে পড়তেও মাঝে মাঝে যখন উচ্চৈস্বরে হেসে উঠতে হচ্ছে, নিজেই চমকে যাচ্ছি। পৃথিবীর সব সৃজনশীল মানুষই সবচেয়ে বেশি যে সংশয়ে ভোগে, তা হচ্ছে প্রাসঙ্গিকতা। সময়ের সাথে সাথে আর 'রিলেটেবল' না থাকতে পারার ভয়। রবীন্দ্রনাথ এসবকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন আসলে! 

আজ পড়তে গিয়ে দেখি এক জায়গায় ছেলেবেলায় স্কুলে অর্থ না বুঝে কোরাসে শেখা একটা গানের কথা লিখেছেন। অর্থ না জানায় শুধু শব্দগুলো শুনতে কেমন লিখেছেন তিনি।

'কলোকি পুলোকি সিংগিল মেলালিং মেলালিং মেলালিং।' 

পরে অনেক ভেবে খানিক পাঠোদ্ধার করতে পেরেছেন তিনি, Full of glee, singing merrily, merrily, merrily. 

তবে, প্রথম শব্দ 'কলোকি' আসলে কী সেটা তিনিও বের করতে পারেননি। 

এইটুকু পড়ে মনে হলো, এমনকি জমিদার রবীন্দ্রনাথের যা ছিল না, সামান্য প্রজা আমার সেটা আছে। তা হচ্ছে, গুগল। 🙂 

পরের শব্দগুলো গুগল করতেই পুরো গানটা পেয়ে গেলাম! সেই কলোকি মানে হচ্ছে - Follow me! 

শনিবারের সকালে তাই রবীন্দ্রনাথ পড়তে পড়তে নিজেকে হঠাৎ করে আর্কিমিডিসের মতন চেঁচিয়ে বলতে শুনলাম, ইউরেকা!

Popular posts from this blog

The Boy, the Mole, the Fox and the Horse | Charlie Mackesy

মধ্যাহ্নভোজ | উইলিয়াম সমারসেট মম্‌ | রূপান্তরঃ তারেক নূরুল হাসান

আরেকটিবার-