শিবব্রত বর্মনের গল্প সংকলন- বানিয়ালুলু

এখন পর্যন্ত এ বছরে আমার পড়া সবচেয়ে চমৎকার বাংলা বই এর নাম - ‘ বানিয়ালুলু ’ । ইচ্ছে হচ্ছে লোকেদের ডেকে এনে ধরে ধরে পড়াই বইটা। আমাদের যাদের বাংলা কল্পবিজ্ঞানের হাতেখড়ি হয়েছে ‘ কপোট্রনিক সুখ দুঃখ ’ বা ‘ তোমাদের জন্যে ভালবাসা ’ বইগুলোর মাধ্যমে , তাঁদের কাছে বাংলা কল্পবিজ্ঞানের জগতে বিজ্ঞানের চেয়েও মানবিকতার পাল্লার ভার বেশি। আমি নিশ্চিত যে আমার সমবয়সী বাংলা পাঠকদের সবচেয়ে প্রিয় গল্পের নামের তালিকায় থাকবে ‘ টুকুনজিল ’, কিংবা ‘ টুকি ও ঝাঁ এর প্রায় দুঃসাহসিক অভিযান ’ অথবা ’ নিউটনের ভুল সুত্র ’ ...