এ. আর. রাহমান

গতকাল রাতে এ . আর . রাহমান এর লাইভ কনসার্টে গিয়েছিলাম। প্রায় পঁচিশ বছরের মুগ্ধতা আরও ঘণ্টা তিনেক বাড়িয়ে নিয়ে বাড়ি ফিরলাম। অনেক মৃদুভাষী একটা লোক , এই সব পাগল করা ধুন্ধুমার সব ভেঙ্গে ফেলা গানের ফাঁকে ফাঁকেই মিষ্টি করে হাসেন কেবল। আমি অবাক হয়ে দেখলাম। আর বুঝলাম , নিজেকে ঠিক এতখানি উপরে নিয়ে যেতে পারলেই বোধহয় কেবল এত বেশি বিনয়ী হবার মতন ধৃষ্টতা হয় মানুষের।