প্রসংগঃ সামহোয়্যারইনব্লগ- আরিল যেটা করতে পারেন-
তিনি সামহোয়্যার ইন ব্লগের সার্ভারের সুইচ বন্ধ করে বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুম দিতে পারেন। । । । গত কদিনের ব্লগ ঘুরে গেলে, এর চেয়ে শান্তিময় আর কোন উপায় আছে বলে মনে হচ্ছে না আমার। ইস্যুটা স্পষ্ট, এই ব্লগে জামাতী আর স্বাধীনতা বিরোধীদের দৌরাত্ম দেখে রীতিমতন চমকে ওঠার জোগাঢ়! নিজামী-গো আ-সাঈদীর গুণগান করে পোষ্ট হচ্ছে, ইসলামী ছাত্রশিবিরের সাথী ভাইয়েরা তাদের সংগী হবার আমন্ত্রণ জানাচ্ছেন, এই ব্যাপারগুলো সহ্য করা মুশকিল। কিন্তু এর প্রতিকার কি হতে পারে? তাদেরকে ব্যান করা? অথবা ঐ পোষ্টগুলোকে সামনের পাতায় আসতে না দেয়াটা? ব্যাপারটি সম্ভব নয়। করতে হলে প্রায় সারাক্ষণই কর্তৃপক্ষের কাউকে ব্লগ মনিটর করতে হবে, এবং সেই সাথে মডারেট করতে হবে। এটা তারা পারবেন না, তখন সমাধান দেয়া হবে ব্লগারদের মধ্য থেকেই কাউকে মডারেটর বানানো, কিন্তু সেটাও সমর্থনযোগ্য হবে না। আমরা তাহলে কি করবো, ব্লগটা রাজাকারদের দালালে ভর্তি হয়ে গেছে এরকমটা ভেবে ব্লগ ছেড়ে চলে যাব? সেটাও বুদ্ধিমানসুলভ আচরণ হবে না। প্রত্যেকের নিজেদের জন্যে কাস্টমাইজড ফ্রন্ট পেজের একটা অপশনের কথা বলা হচ্ছে, কিন্তু এ ব্যাপারটিও আমার খুব একটা 'জুইতের' মনে হচ্ছ...