techiটাকি : উবুন্টু

১২/১২/০৮
সংবাদপত্র
-----------------
উবুন্টু ব্যবহার শুরু করার পর থেকে খবর পড়া নিয়ে একটু মুশকিলে ছিলাম। ইউনিকোড নয় বলে কোন পত্রিকাই পড়তে পারতাম না।
সৌরভ তখন এই সাইটটার খবর দিলো- ইপ্রথমআলো
এটা বেশ কাজের সাইট। প্রথম আলো পড়া যাচ্ছে, তাও আবার একদম স্ক্যান করা। তার মানে আসল পত্রিকা পড়ার আমেজ পাওয়া যাচ্ছে।

আরেকটা সাইটের খোঁজ দিলেন রেজওয়ান ভাই। এটাও চমৎকার। কাশফুল নাম- সব সংবাদ শিরোনাম দেখা যায় তাতে।

১৮/০৩/০৯
--------------
ফায়ারফক্সের একটা চমৎকার এডঅন পেলাম আজ। দারুণ কাজের। বেশ অনেকগুলো সংবাদপত্র, যেগুলো বিজয়ে লেখা, সব ইউনিকোডে কনভার্ট করে ফেলে লোডিং-এর সময়েই।
http://www.vistaarc.com/downloads/poroshmoni/



০৪/০২/০৯
বাংলা লেখা
--------------------
উবুন্টুতে বাংলা লেখার জন্যে সবচেয়ে কার্যকরী হলো প্রভাত।
আমি অবশ্য অভ্র-তে লিখে অভ্যস্ত। কিন্তু উবুন্তুতে অভ্র ব্যবহার করা যায় না সরাসরি।
তাই একটু ঘুরপথ ব্যবহার করি। ফায়ারফক্সের একটা প্লাগইন আছে শাব্দিকের বানানো। ওটা ইন্সটল করে নিলেই ব্রাউজারে খুব সহজে অভ্র ব্যবহার করা যায়।
আমি বেশীরভাগ লেখাজোকা গুগল ডক্সেই সেরে ফেলি, তাই আমার এতেই চলে যায়। কিন্তু সিস্টেমে বাংলা লিখতে চাইলে বোধহয় প্রভাত ছাড়া গতি নেই।
পুনশ্চঃ ফায়ারফক্স ৩ শাব্দিক সাপোর্ট করতনা কদিন আগেও। এখন দেখি ঠিকঠাক করছে। ২ থেকে আপগ্রেড করে ৩ এ গেলে ওটা শাব্দিককে ডিসেবল করে দেয়, কিন্তু আবার নতুন করে ইন্সটল করে নিলেই ঠিকঠাক কাজ করে।

ইন্টারনেট
-------------
আমার ল্যাপিতে নেট সেটআপ করতে বিস্তর সময় নিয়েছে উবুন্তু। কিছুতেই বিল্টইন ওয়াই-ফাই কাজ করছিলো না। পরে একটা ইউএসবি এডাপটার কিনে ওয়ারলেস ইন্টারনেট ব্যবহার করছি।
আমার মডেমও নেটকমের। আমি তাই ওদেরই একটা এডাপটার ব্যবহার করছি। এটা বেশ কাজে দিচ্ছে, স্পিড বেশি পাচ্ছি আর আলাদা করে উবুন্টুতে সেটাপ করতে হচ্ছে না।

Popular posts from this blog

The Boy, the Mole, the Fox and the Horse | Charlie Mackesy

মধ্যাহ্নভোজ | উইলিয়াম সমারসেট মম্‌ | রূপান্তরঃ তারেক নূরুল হাসান

আরেকটিবার-