Posts

Showing posts from April, 2007

প্রসংগঃ সামহোয়্যারইনব্লগ- আরিল যেটা করতে পারেন-

তিনি সামহোয়্যার ইন ব্লগের সার্ভারের সুইচ বন্ধ করে বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুম দিতে পারেন। । । । গত কদিনের ব্লগ ঘুরে গেলে, এর চেয়ে শান্তিময় আর কোন উপায় আছে বলে মনে হচ্ছে না আমার। ইস্যুটা স্পষ্ট, এই ব্লগে জামাতী আর স্বাধীনতা বিরোধীদের দৌরাত্ম দেখে রীতিমতন চমকে ওঠার জোগাঢ়! নিজামী-গো আ-সাঈদীর গুণগান করে পোষ্ট হচ্ছে, ইসলামী ছাত্রশিবিরের সাথী ভাইয়েরা তাদের সংগী হবার আমন্ত্রণ জানাচ্ছেন, এই ব্যাপারগুলো সহ্য করা মুশকিল। কিন্তু এর প্রতিকার কি হতে পারে? তাদেরকে ব্যান করা? অথবা ঐ পোষ্টগুলোকে সামনের পাতায় আসতে না দেয়াটা? ব্যাপারটি সম্ভব নয়। করতে হলে প্রায় সারাক্ষণই কর্তৃপক্ষের কাউকে ব্লগ মনিটর করতে হবে, এবং সেই সাথে মডারেট করতে হবে। এটা তারা পারবেন না, তখন সমাধান দেয়া হবে ব্লগারদের মধ্য থেকেই কাউকে মডারেটর বানানো, কিন্তু সেটাও সমর্থনযোগ্য হবে না। আমরা তাহলে কি করবো, ব্লগটা রাজাকারদের দালালে ভর্তি হয়ে গেছে এরকমটা ভেবে ব্লগ ছেড়ে চলে যাব? সেটাও বুদ্ধিমানসুলভ আচরণ হবে না। প্রত্যেকের নিজেদের জন্যে কাস্টমাইজড ফ্রন্ট পেজের একটা অপশনের কথা বলা হচ্ছে, কিন্তু এ ব্যাপারটিও আমার খুব একটা 'জুইতের' মনে হচ্ছ

অরাজনৈতিক রোজনামচা-

রাজনীতি আমার কাছে ঠিক যেন দস্যু বনহুর। " তারপরে কি হইতে কি হইলো, নিমেষের মধ্যেই শত্রুর বন্দুক বনহুরের হাতে চলিয়া আসিলো। '' রাজনীতিকে ঠিক এরকমই ভোজবাজি মনে হয় আমার কাছে চিরকাল, যেখানে সদা সর্বদাই কি হইতে কি হইয়া যায়! আগে ভাগে কিছু বুঝে উঠতে পারাটা সব সময়েই যেখানে দুষ্কর। রাজনীতিবিদদেরও আমার পছন্দ নয়। সেই ছোটবেলার কথা। কোন কেলাশে পড়তাম তাও ভুলে গেছি। কোন এক সুন্দর সকালে দাঁত মাজতে মাজতে বাসার বাইরে গিয়ে দেয়ালে তাকিয়ে দেখি, খুব বড় বড় করে সেখানে লেখা- " দ-খ-লে- কা-ল্লু- মিয়া- ''। আমি তো সেই দেখে আর্ত চীৎকার! বলে কি! আমাদের বাসা দখল করে নিয়েছে! হই হই চেঁচামেচি করে বাসার সবাইকে জড়ো করে ফেললাম, সবাই বলে কি হলো, কি হলো? আমি কোন এক ফাঁকে কাঁদো কাঁদো গলায় বললাম, তোমরা দেখতে পাওনা, কাল্লু মিয়া যে আমাদের বাড়ি দখল করে নিয়েছে??!! তারপর সবার সে কি হাসি! অবুঝ আমাকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে দেয়া হলো, বাড়ি নয়- নির্বাচনী প্রচারের জন্যে দেয়ালে চিকা মারা হয়, সেটারই দখল নিয়ে রেখেছে কাল্লু মিয়ার কর্মীরা, ভয়ের কিছু নেই। সেদিন 'বুঝ' পেয়েছিলাম ঠিকই, কিন্তু সেই যে মন বেঁকে বসলো

পৃথিবী অবাক তাকিয়ে রয়-

Image
ইস্টারের ছুটি চলছে এখন। মাঝে শনি-রবির উইকেন্ড, তার আগে পিছে শুক্র ও সোমবার জুড়ে দিয়ে টানা চারদিনের 'লং হলিডে''। দেশে এরকম হলে নির্ঘাৎ পত্রিকার শিরোনাম হোত- " চারদিনের ছুটির ফাঁদে বাংলাদেশ।'' গরম চলে গিয়ে হাল্কা শীত পড়া শুরু করেছে, সারাদিনের আবহাওয়া চমৎকার। ঠিক 'এমন বসন্ত দিনে' আরেকটা দারুন খবরের কারণে মনটা বেজায় খুশি হয়ে আছে। সেটা হলো- বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে জিতে গেছে! কেমন করে কী হলো, সেটা গুছিয়ে ভাবার মত সুস্থির নেই মন। শুধু বুঝতে পারছি আনন্দে টগবগ করে ফুটছি! আশরাফুল আবারো ৮৭ রানের চমৎকার একটি ইনিংস খেলেছে। সেটার ওপর নির্ভর করেই বাংলাদেশ তুলেছে ২৫১ রান। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার ৪৩৪ রান তাড়া করে জিতে যাওয়া দক্ষিণ আফ্রিকা এই স্কোরে ধরাশায়ী হবে- এরকম স্বপ্ন দেখবার মতন দুঃসাহসী এখনো সব বাংলাদেশী হতে পারেন নি। তবু, শুরু থেকেই বাংলাদেশী বোলাররা দারুন ফর্মে থেকে ঠেসে ধরেছিল আফ্রিকানদের। নিয়মিত বিরতিতেই উইকেট পড়ছিল, সেই সাথে বাড়ছিল আস্কিং রান রেট। এবং প্রায় একই রকম দুলতে দুলতে, সম্ভবত এই প্রথম বারের মত একবারের জন্যেও বাংলাদেশ কোন রকম দুশ্চিন্তায় না

চ্যাম্পিয়ান হবে কে?

Image
রিখটার স্কেলে তিন মাত্রার দুঃস্বপ্ন দেখবার জন্যে শ্রী লঙ্কার লাসিথ মালিঙ্গার কোন তুলনা নেই। হাতটাকে যথেষ্ঠ রকমের অপ্রয়োজনীয় জায়গা থেকে ঘুরিয়ে এনে ভ্যাবাচ্যাকা খেয়ে যাবার মত বাজে জায়গা থেকে বল ছুড়বার সময়ে উইকেটে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যানদের কার কথা মনে পড়ে জানি না, আমার মনে পড়ে যায় সেই ছোট্টবেলায় দেখা রামায়নের রাক্ষস-রাজ-রাবণের কথা। চুল ভুরু সবখানে রঙ মাখিয়ে তিনি যেই সাজটা দিয়েছেন, ভদ্রজনেরা সেইটাকে বলেন ইন্টারেস্টিং, আর আমি বলি "ভয় পাইসি''!! আর কারো না হলেও, আমার পিলে ঠিকই চমকায়! তো, কাহিনি হলো, এই মালিঙ্গা মহাশয় শ্রীমান ভাস ও মুরালীর সাথে মিলে যেই একটা বোলিং এটাক বানিয়েছেন, এটার তুলনীয় আর কোন কম্বিনেশন এই বিশ্বকাপে এখনো খুঁজে পাচ্ছি না। জ্বী, পোলক-এনটিনি-ম্যাকগ্রা-টেইট-বন্ড, তেনাদের নাম-ধাম মাথায় রেখেই আগের লাইনটার পুনরাবৃত্তি করতে পারি নির্দ্ধিধায়। খুব খুশি হবো যদি সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়, একেবারেই বেজার হবো অস্ট্রেলিয়া আবার কাপ নিলে। কিন্তু আশংকা করছি, খুশি বা বেজার কোনটা হবার সুযোগ এবার নাও পেতে পারি। এতদিনকার খেলা দেখে মনে হলো, ব্যাটিং অর্ডারের এক বা দুজন ক্লিক করে

তবু মুখোমুখি এক আশাতীত ফুল আছে-

যে জীবন দোয়েলের ফড়িঙের , মানুষের সাথে তার হয় না কো দেখা...। হবেও না কখনো, জানি, তবু ইদানীং যখন প্রতিটা সকাল থেকে প্রতিটা দুপুর বা প্রতিটা বিকালকে আলাদা করতে পারি না, প্রায় একই রকমভাবে যখন সময়েরা আমাকে পাশ কাটিয়ে চলে যায়, যাচ্ছে, দু:স্বপ্নের মত করেই হঠাৎ আবিষ্কার করি আমার জীবনটা যেন ঢেঁকিতে পাড় দেয়ার মতন বড় বেশি নিয়মিত, বড় বেশি একসুরে বাঁধা পড়ে গেছে। জীবনানন্দের কবিতা কখনোই শুধু মুখে পড়ে নিস্তার পাই নি, সে কবিতার আবেশ এরকমই তীব্র ছিলো যে বইয়ের পাতায় ছাপানো কালো অক্ষরগুলোয় আঙুল বুলিয়ে চলতাম পড়ার সময়, যেন ছুঁতে চাইতাম শব্দগুলোকে, শব্দের প্রানস্পন্দনকে। একেকটা দিন ছিলো, যখন, শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে, আমার প্রিয়তম এই লাইনটি ঠিক কেমন করে লেখা হলো, কোন সেই তীব্র পার্থিব চোখ নিয়ে তাকিয়েছিলেন কবি যে এরকম একটি লাইন তার মাথায় চলে এলো- এই সব ভাবনা ভাবতে ভাবতে সারাটাদিন কাটিয়ে দিতে পারতাম, লিখে ফেলতে পারতাম হয়তো হাজার দশেক শব্দের চেয়েও দীর্ঘ কোন প্রবন্ধ। সেইসব দিন গুলোকে আজকাল অনেক দূরের দেশ বলে মনে হয়। আয়নায় না তাকিয়েই ভয় পাই, সেখান থেকে যদি অন্য আমি বলে ওঠে, বুড়ো হয়ে গেছ তুমি বুড়ি পৃ