Posts

Showing posts from May, 2024

আমি এবং আমরা -

Image
  আমি এবং আমরা -  আজ সকালে ঘুম ভাঙার পরে, হঠাৎ তার কথা মনে পড়ে গেলো। আর তখন, মন খারাপ হলো খুব। খানিক বাদে, অন্য একটা মন খারাপের তলায়, সেটা চাপা পড়ে গেলো। এভাবেই, এক মন খারাপ, আরেক মন খারাপের হাত থেকে আমাকে সবসময় আগলে আগলে রাখে। ২৪/০৫/২৪