Posts

Showing posts from January, 2009

প্রাত্যহিক অপলাপ- ১

প্রত্যহ এইরূপ দুপুরবেলা, আমাদের পাড়ার জানলা দিয়ে, ঝাঁক ঝাঁক কিশোরীরা ফান্টা খেতে খেতে এগিয়ে যায়।। আমাদের পাড়ার জানলায় আকাশী পর্দা ওড়ে রোজ। মুশকিল এই যে- , আকাশ যেদিন মেঘে মেঘে গুরুগম্ভীর কালো থাকে-; তবু ঐ সব আচানক জানলায় ওই আকাশী পর্দাই ওড়ে।। প্রত্যহ এইরূপ আমরা কয়েকফালি কিশোর আকাশের জানলা দিয়ে উঁকি দেই। আর কিশোরীদের ঘুম স্বপ্নে রোলকল ডাকবো বলে, আমরা ফান্টা বেঁচি। ——– ০৬/০১/০৯