Posts

Showing posts from May, 2017

সন্ন্যাসীদা

Image
সন্ন্যাসীদা নাকি আর নেই। থ্রি কমরেডস অনুবাদের সেই অসাধারণ লেখনী, কামরাঙা ছড়াকার, সোভিয়েতস্কি কৌতুকভ পড়ে হাসতে হাসতে লুটিয়ে পড়া, অথবা আমার খুব পছন্দের 'ক্রিকেটরঙ্গ'! বিদায় মাসুদ মাহমুদ,  বড় অভিমানী ছিলেন আপনি... পুনশ্চঃ সকালে এটুকু লিখে বের হতে হল। গন্তব্য ডাক্তারখানা। সেখানে গিয়ে নাম লিখিয়ে অপেক্ষা করছিলাম বসে বসে। লম্বা সময়, কিছু একটা পড়বো ভেবে বইটা খুলেই দেখি এই, চমকে উঠলাম একেবারে। এই অনুবাদটার কথা জানা ছিল না আমার। বুঝলাম, চলে যাওয়া মানে আসলেই প্রস্থান নয়।

কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়-

Image
ঠিক জানি না, এক জীবনে আর কতবার, কত বার এই গানটার কাছে ঋণী হতে হবে, ফিরে ফিরে আসতে হবে বারবার, বারবার...।  প্রশ্নটা কি আসলেই সহজ, আর উত্তরও কি সত্যিই জানা?