Posts

Showing posts from August, 2014

কবিতাঃ তোমাকে নয়-

তোমাকে নয়- ----------------- আমার কেবলই কেড়ে নেবার স্বভাব- যা কিছু ভাল লাগে কিংবা লাগার, তার সব, সব কিছুই চাই আমার। ঐ দোকানীর রাংতা মোড়ানো স্বপ্ন ভরা বয়াম, ও পাড়ার ঐ দুরন্ত ব্যাটসম্যানটির সুনাম, অদ্ভুত সব চকমকি মার্বেল, আর- অগোছালো চুলে মায়ের অনিচ্ছুক বিলি কাটার আরাম। আরও, আরও কত কী-ই, পত্রিকার রঙীন নর্তকী- দূর সমুদ্রের সেই রাগে ফুঁসে ওঠা ঢেউ, ভরা বর্ষায় পাশের ছাতার বিহবল কেউ। কেড়ে নিয়েছি আমি সবই, যখন যা চেয়েছি নিজের করে। আজ তবু এতদিনের পরে- যখন জীবন নিচ্ছে একটা অহেতুক বিরতি, দ্বিধার কাঁটায় চোখে পড়ছে শুধুই তোমার অনুপস্থিতি। স্বভাবের বাইরে দাঁড়িয়ে নির্নিমেষ দেখে গেছি, আমাদের হৃদয়েরা হয়ত মন ভুলে খেলেছিলো কানামাছি।। তবু, আজ জেনো, সত্যি এটাই- আমার কেড়ে নেয়া সুখের তালিকায়- তুমি নাই। ----- তারেক নূরুল হাসান ১৪/০৭/২০১৪ মেলবোর্ন

কবিতাঃ অপ্রকাশ

অপ্রকাশ প্রণয় সে গোপন গভীর থাকা ভালো। শহরের উষ্ণতম সরোবরের অভিমানী জলে- শীত-দুপুরে কোন ঘুম ভাঙানিয়া স্নান, তারও চেয়ে ভালো, ডুবে ডুবে ডুবে পানকৌড়ির অলৌকিক আহবান। ডাহুক পাখীর প্রেমের মতন জেনো, আমাদের সংক্ষিপ্ত অবকাশ। ভালো বাসা না বাসার দোলাচলে, সংশয়ে আকুল আশ্বাস। তারচে’ বরং এসো, দূরে সরে যাই। দেখো ঢের ভাল এই নীরবতা, এ মাঝির মন ভাঙা গানে, সহসা ব্যাকুল হয়, বৈঠায় মাপা গভীরতা। গভীরতা শোনো, গোপনীয় থাক। এ প্রণয় না হয়, না হোক সবাক।। যে নদীর না ওঠা সে ঢেউ, অথবা সে নদীটির সুগভীর জল; ভালোবেসে চুপ থাকা ভালো, ছুঁয়ে থেকেও না-ছোঁয়া অতল।। ----- তারেক নূরুল হাসান ২২/০৫/২০১৪ মেলবোর্ন