Posts

Showing posts from January, 2012

এন্ড্রয়েড অথবা স্যামসাং গ্যালাক্সী এস২-তে বাংলা লেখার হাতুড়ে পদ্ধতি-

মোবাইলে বাংলা পড়ার জন্যে অপেরা মিনি-র কোন তুলনা নাই। কিন্তু বাংলা লেখার জন্যে ভাল কোন সমাধান এখনও পাওয়া যায়নি। আমি একটা জোড়াতালি-মার্কা উপায় বের করেছি, যেটা দিয়ে কোন মতে কাজ চলে। লেখা যায় ঠিকঠাক, পড়াও যায়, শুধু যুক্তাক্ষরগুলোতে একটু সমস্যা করে। এ জন্যেই এই পদ্ধতির নাম হাতুড়ে পদ্ধতি। :) এই পদ্ধতির দুটা ধাপ- ১/ প্রথমে ফন্ট ইন্সটল। রুট করে ফন্ট ইন্সটলের একটা উপায় আছে, কিন্তু সেটা বেশ খানিকটা ভীতিকর, আমি তাই সে পথে পা মাড়াইনি। রুট করা ছাড়াই ফন্ট ইন্সটলের একটা সহজ উপায় আছে এখানে- http://www.halalit.net/blog/archives/bangla-font-android ২/ ফন্ট ইন্সটল হয়ে গেলে এবার কী-বোর্ড। এটা সহজ। এন্ড্রয়েড মার্কেটে ‘Mayabi Keyboard’ লিখে সার্চ করলেই এপস্‌ চলে আসবে। ওটা ইন্সটল করে নিলেই হবে।  তারপর আর কী, হ্যাপি বাংলা টাইপিং! :)