Posts

Showing posts from February, 2010

কাঠের সেনাপতিঃ আমার প্রথম বই

Image
ই-বুক পাওয়া যাচ্ছে এখানেঃ বইদ্বীপ ডট কম-  গুগল প্লে স্টোর গুগল বুকস আইবুকস  হার্ড-কপিঃ :  রকমারি ডট কম :  বইমেলা ডট কম * ফেইসবুক পেইজঃ কাঠের সেনাপতি-  তারেক নূরুল হাসানের প্রথম বই    *কাঠের সেনাপতি সম্পর্কিত লেখাপত্তরঃ ১/ অমিত আহমেদ-  যে বইগুলোর অপেক্ষায় ২/ রাশেদ (নিবিড়)- ক্যাডেট কলেজ ব্লগ-  তারেক ভাই এবং তার কাঠের সেনাপতি ৩/ আনোয়ার সাদাত শিমুল-  কাঠের সেনাপতির সন্ধানে ৪/ নজরুল ইসলাম-  কাঠের সেনাপতি ও বইমেলায় আড্ডা ম্যালা ৫/ বোহেমিয়ান-  পাঠ প্রতিক্রিয়া  ৬/ নুশেরা আপু - ব্লগারের বই, অটোগ্রাফ এবং ...  ৭/ দময়ন্তীদি, গুরুচন্ডা৯র টইপত্তরে-  টুপটাপ শব্দ কুড়িয়ে তৈরি বই আরও কিছু লিংক, পাঠপ্রতিক্রিয়া, সাক্ষাৎকারঃ ১/আলভী আহমেদ- " কনফুসিয়াস- হৃদয়ে ছুরি চালানো লেখক " ২/ কৌশিক- " কনফুসিয়াসের সাথে করি বাংলায় চিৎকার " mobi version- Kindle for iPad বইটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন এখানে-  কাঠের সেনাপতিঃ আমার প্রথম বই। epub version- iBook for iPad Test: Kindle for PC Test: Kindle app fo

দি নিউ ঢাকা অপেরা- ১

Image
সকালে ঘুম ভাঙলে পত্রিকাটা হাতে নিয়ে ঠিক করে ফেললাম আজই যাবো বইমেলায়। যখন ছোট ছিলাম, একবার এক বন্ধুর সাথে কী নিয়ে যেন মন কষাকষি হলো। তারপর দীর্ঘ দিনের আড়ি, কেউ কারো সাথে কথা বলি না, দেখা হলেও এড়িয়ে চলি। লম্বা সময় বাদে যখন আবার কথা বলা শুরু করলাম, দেখি এতদিনের অনভ্যাসের কারণে কেবলই অস্বস্তি আর দ্বিধা। প্রায় ছয় বছর বাদে এবারে যখন বইমেলায় ঢুকছিলাম, ঠিক সেরকম একটা অনুভূতি হচ্ছিলো মনে। টিএসসির কাছে এসে সিএনজি ছেড়ে দিতে হলো, রাস্তা বন্ধ, এখান থেকে হেঁটে যেতে হবে। তো হাঁটতে হাঁটতে দূর থেকে মেলার ফটক চোখে পড়তেই মনে হলো, দীর্ঘদিন বাদে পুরনো প্রেয়সীদের কারো সাথে যেন দেখা করতে চলেছি। মনের মধ্যে সেরকমই একটা সংকোচ! কিন্তু আশ্চর্য হলো, মেলায় ঢোকা মাত্রই সে সংকোচ কেটে গেলো একেবারে। নিরাপত্তাকর্মীদের পাশ কাটিয়ে যখন বাংলা একাডেমিতে ঢুকে গেলাম, মনে হলো কে বলেছে ছয় বছর, আমি ঠিক গতকালই এই মেলা ঘুরে গেছি। বইমেলার চেহারা বদলে গেছে অনেক। অনেক বেশি পরিকল্পিত মনে হলো সবকিছু, সে জন্যেই পরিপাটী ভাবটা প্রবল। বাংলা একাডেমির মূল মেলার বাইরে সোহরাওয়ার্দী উদ্যান ও একাডেমীর সীমানা প্রাচীরের গা ঘেঁ