Posts

Showing posts from May, 2009

হাওয়াই মিঠাই ১৪

Image
সূর্য বললো ইশ, তুই খাস কেন কিসমিস? এখানকার আবহাওয়াটা সম্ভবত কোন কারণে খুব কনফিউজড হয়ে আছে। কখন কেমন আচরণ করবে ঠিক বুঝে উঠতে পারছে না। বাইরে ঝাঁ চকচকে রোদ, কিন্তু বেরুলেই দেখা যায় সে রোদে কোন তাপ নেই। আমি মনে মনে একচোট হেসে নিই এসব দেখলে। নরকে শুনেছি এমন আগুন থাকবে, তাতে কোন আলো নেই, কিন্তু তাপে সেটা গনগনে হবে। এই রোদের ঠিক উল্টো আচরণ দেখে ভাবি, লোকে এবারে এ জায়গাটাকে স্বর্গ বলে ভুল না করে বসলেই হলো। আলাপের বিষয় খুঁজে না পেলে নাকি আবহাওয়ার আলাপ দিয়েই শুরু করতে হয়। আমি বুঝছি না, আমিও কি সেই পন্থাই ধরলাম? কিছু না পেয়ে শেষে রোদ-সূর্য নিয়ে পড়লাম? অথবা, হয়তো আমিও এখানকার সূর্যের মতই কনফিউজ্ড হয়ে আছি। রাতের বেলা হিটার আর পাখা দুটা জিনিসই বিছানার পাশে দাঁড় করিয়ে রাখি। হুট করে ঘুম ভেঙ্গে গেলে প্রয়োজন মত সুইচ টিপে দিই, ব্যস, আবহাওয়া বদলে যায়। গত কদিন ধরে ভাবছি, আমার হাতে আসলে আরও কিছু সুইচ থাকা খুব দরকার ছিলো। অন্তত, ইচ্ছে হলেই যদি চারপাশের দেশটা বদলে ফেলতে পারতাম! বাসা ভেঙ্গে বাক্স বানাই চার মাস আগে আমার ফেইসবুকের স্ট্যাটাস ছিলো এরকম কিছু। চারমাস আগে আসলে বাসা বদলাচ্ছিলাম। এটা একটা বিরাট যন্ত্

পুরনো প্রেমিকাদের বিয়ে হয়ে যাচ্ছে-

উহুঁ, আলাদা ফিস-টিস নেই চাইলে, হাতে লেখা সাদা কাগজের একটা ফরম দিতে পারি। সেখানে নাম-ধাম লিখে- সাথে পিতার বৈষয়িক বৃত্তান্ত, এবং নীল না পেলে না হয় সাদা খামে পুরেই আমার বুক পকেটে ফেলে যেও মেয়ে। শুধু তোমার জন্যই, জেনো, শুধু তোমাকে ভেবেই আমি কাগজে বিজ্ঞাপন দেইনি কোনও। নইলে দু"কলামে রঙীন হরফে ছেপে দেয়াই তো যেতো- "কবি-র প্রেমিকা পদে লোক নিয়োগ হচ্ছে।" হাওয়া শুঁকে শুঁকে আমি টের পেয়ে গেছি, আমার পুরনো সব প্রেমিকাদের ইদানিং সার বেঁধে বিয়ে হয়ে যাচ্ছে। -------------- ৪ মে, ২০০৯