পিহেইচপি ডায়রি

১৭/০৩/০৯
----------------
১। পিহেইচপির অনলাইন টিউটোটোরিয়াল কোনটাই দেখি ডাউনলোড করা যায় না। মিনিনোভা ডট অর্গ থেকে বেশ কিছু পিডিএফ টিউটোরিয়ালের টরেন্ট নামালাম। দেখি কেমন কাজ হয়।

১৮/০৩/০৯
--------------
১। একটা ভালো টিউটোরিয়াল পাওয়া গেছে। বিগিনারদের জন্যে বেশ কাজের মনে হচ্ছে।
http://www.w3schools.com/

২। পিডিএফগুলো একসাথে করে রেপিডশেয়ারে তুলে দিয়েছি, যদি আর কারও কাজে লাগে।
http://rapidshare.com/files/211017079/PHP_Ebook_Collection.zip

১৯/০৩/০৯
--------------
১। উবুন্টুতে এপাচি, পিহেইচপি আর MySQL সার্ভার সেট আপ করতে গিয়ে রীতিমত গলদঘর্ম হলাম। পুরোপুরি সফল হইনি। আপাতত এই সাইটটা ফলো করছি।
http://www.nixtutor.com/linux/installing-apache-mysql-and-php-on-ubuntu-810/

২। উইন্ডোজ এক্সপিতে সহজেই সার্ভার সেটাপ করা গেল, ওয়াম্প ৫ দিয়ে। মনে হচ্ছে কদিন উইন্ডোজেই বসতে হবে এটা নিয়ে। দেখা যাক।

২৯/০৩/০৯
--------------
উবুন্তুতে xampp ইন্সটল করার জন্যে এই লিংকটা বেশ কাজে লেগেছে-
http://pinoysmartlife.com/how-to-install-xampp-on-ubuntu/8/

Popular posts from this blog

The Boy, the Mole, the Fox and the Horse | Charlie Mackesy

মধ্যাহ্নভোজ | উইলিয়াম সমারসেট মম্‌ | রূপান্তরঃ তারেক নূরুল হাসান

আরেকটিবার-