Posts

Showing posts from March, 2009

পিহেইচপি ডায়রি

১৭/০৩/০৯ ---------------- ১। পিহেইচপির অনলাইন টিউটোটোরিয়াল কোনটাই দেখি ডাউনলোড করা যায় না। মিনিনোভা ডট অর্গ থেকে বেশ কিছু পিডিএফ টিউটোরিয়ালের টরেন্ট নামালাম। দেখি কেমন কাজ হয়। ১৮/০৩/০৯ -------------- ১। একটা ভালো টিউটোরিয়াল পাওয়া গেছে। বিগিনারদের জন্যে বেশ কাজের মনে হচ্ছে। http://www.w3schools.com/ ২। পিডিএফগুলো একসাথে করে রেপিডশেয়ারে তুলে দিয়েছি, যদি আর কারও কাজে লাগে। http://rapidshare.com/files/211017079/PHP_Ebook_Collection.zip ১৯/০৩/০৯ -------------- ১। উবুন্টুতে এপাচি, পিহেইচপি আর MySQL সার্ভার সেট আপ করতে গিয়ে রীতিমত গলদঘর্ম হলাম। পুরোপুরি সফল হইনি। আপাতত এই সাইটটা ফলো করছি। http://www.nixtutor.com/linux/installing-apache-mysql-and-php-on-ubuntu-810/ ২। উইন্ডোজ এক্সপিতে সহজেই সার্ভার সেটাপ করা গেল, ওয়াম্প ৫ দিয়ে। মনে হচ্ছে কদিন উইন্ডোজেই বসতে হবে এটা নিয়ে। দেখা যাক। ২৯/০৩/০৯ -------------- উবুন্তুতে xampp ইন্সটল করার জন্যে এই লিংকটা বেশ কাজে লেগেছে- http://pinoysmartlife.com/how-to-install-xampp-on-ubuntu/8/

techiটাকি : উবুন্টু

১২/১২/০৮ সংবাদপত্র ----------------- উবুন্টু ব্যবহার শুরু করার পর থেকে খবর পড়া নিয়ে একটু মুশকিলে ছিলাম। ইউনিকোড নয় বলে কোন পত্রিকাই পড়তে পারতাম না। সৌরভ তখন এই সাইটটার খবর দিলো- ইপ্রথমআলো । এটা বেশ কাজের সাইট। প্রথম আলো পড়া যাচ্ছে, তাও আবার একদম স্ক্যান করা। তার মানে আসল পত্রিকা পড়ার আমেজ পাওয়া যাচ্ছে। আরেকটা সাইটের খোঁজ দিলেন রেজওয়ান ভাই । এটাও চমৎকার। কাশফুল নাম- সব সংবাদ শিরোনাম দেখা যায় তাতে। ১৮/০৩/০৯ -------------- ফায়ারফক্সের একটা চমৎকার এডঅন পেলাম আজ। দারুণ কাজের। বেশ অনেকগুলো সংবাদপত্র, যেগুলো বিজয়ে লেখা, সব ইউনিকোডে কনভার্ট করে ফেলে লোডিং-এর সময়েই। http://www.vistaarc.com/downloads/poroshmoni/ ০৪/০২/০৯ বাংলা লেখা -------------------- উবুন্টুতে বাংলা লেখার জন্যে সবচেয়ে কার্যকরী হলো প্রভাত। আমি অবশ্য অভ্র-তে লিখে অভ্যস্ত। কিন্তু উবুন্তুতে অভ্র ব্যবহার করা যায় না সরাসরি। তাই একটু ঘুরপথ ব্যবহার করি। ফায়ারফক্সের একটা প্লাগইন আছে শাব্দিকের বানানো। ওটা ইন্সটল করে নিলেই ব্রাউজারে খুব সহজে অভ্র ব্যবহার করা যায়। আমি বেশীরভাগ লেখাজোকা গুগল ডক্সেই সেরে ফেলি, তাই আমার এতেই চলে যায়। কিন্